লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

AC Electric Bill: এসি কম চালিয়েও বিল আসছে অনেক বেশি! কোনো ভুল করছেন না তো!

Updated on:

WhatsApp Group   Join Now

AC Electric Bill: এসি বা এয়ার কন্ডিশনার হলো শীততাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র। যা গরমেও ঘর ও শরীর ঠাণ্ডা রাখতে পারে। এসি ঘরের গরম হাওয়া টেনে বাইরে বার করে ও ঘরে ঠান্ডা হাওয়া দিয়ে ঘর ঠান্ডা করে। পূর্বে খুব বেশি এসির ব্যবহার চোখ পড়ত না। তবে বর্তমানে গরমের জেরে প্রায় সব বাড়িতেই এসির ব্যবহার দেখা যায়।

আরও পড়ুন:Cylinder Price: ভোটের মরশুমে অনেকটা কমল গ্যাস সিলিন্ডারের দাম! কত টাকা হলো নতুন দাম?

গত বছর থেকেই তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় এবং তার সাথে হিট ওয়েভের জন্য মানুষ না পেরে এসি কিনতে বাধ্য হয়েছেন। এই গরমে মন ও শরীরকে ঠান্ডা রাখতে এসি আবশ্যক। অস্বস্তিকর গরমে সিলিং ফ্যানের হাওয়া যেনো গায়ে লাগতেই না তাই এসি কেনা ছাড়া মানুষের কাছে কোনো উপায় নেই বললেই চলে। তবে এসি কিনলেই তো হলো না তার সাথে বাড়তি চিন্তা হলো ইলেকট্রিক বিলের।

এসি কিনলে বিদ্যুতের বিল ও বাড়তে থেকে। এমতাবস্থায় অনেকেই দিনে বা রাতের যে কোনো সময় ঘরে এসি চালান। ঘর ঠান্ডা হয়ে তাকে এসি রিমোট থেকে বন্ধ করে রেখে দেন। মেইন সুইচ বন্ধ করার প্রয়োজনীয়তা মনে করেন না। এছাড়াও রাতে ঘুমানোর সময় টাইমার দিয়ে মাঝ রাতে এসি বন্ধ করে দেন কিন্তু মেইন সুইচ বন্ধ করেন না। সে ক্ষেত্রে বিল স্বাভাবিকের থেকে কিছুটা হলেও বেশি আসে। যে কোনো ইলেকট্রনিক যন্ত্র এসি, টিভি রিমোট দিয়ে বন্ধ করার পর মেইন সুইট চালু রাখলে অকারণে বিস্তর অপচয় হয় সে বিলও বেশি আসে।

আরও পড়ুন:Summer Vacation:শেষ হচ্ছে গরমের ছুটি! পুনরায় পঠন-পাঠন শুরু কবে থেকে! কী বলছে শিক্ষা দপ্তর?

যে কোনো বৈদ্যুতিক যন্ত্র রিমোটে বন্ধ করে মেইন সুইচ অফ না করলেই কিন্তু ৭ থেকে ১০ শতাংশ বিদ্যুৎ অপচয় করে থাকে। হিসেব অনুযায়ী যদি এক ঘন্টা এসি চালিয়ে কোন এসির পিছনে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় তাহলে যদি ওই এসি কেবলমাত্র রিমোটে বন্ধ করে রাখা হয় তবে এক ইউনিটের ৭ থেকে ১০% বিদ্যুৎ খরচ হবে এক ঘন্টায়। স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বিল বেশি আসবে।

আরও পড়ুন:LGP Cylinder: এইবার বিনামূল্যে পেয়ে যান রান্নার গ্যাস! জানুন কীভাবে

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।