লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

LPG Cylinder: এইবার বিনামূল্যে পেয়ে যান রান্নার গ্যাস! জানুন কীভাবে

Updated on:

WhatsApp Group   Join Now

LPG Cylinder: ভোট পূর্ববর্তী সময়ে উত্তেজনা তুঙ্গে। এহেন অবস্থায় রাজ্য সরকার দারিদ্র্যসীমার নিচে প্রত্যেক পরিবারকে ১০ টি গ্যাস সিলিন্ডার ফ্রী তে দেওয়ার ঘোষণা করেছে। এর আগেও রাজ্য সরকার কর্তৃক জনগণের কল্যাণের জন্য এমন অনেক প্রকল্প গৃহীত হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার ও পিছুপা হননি। জনস্বার্থে ভোটের প্রচারে অনেক আশ্বাসই দিয়েছেন সাধারণ মানুষকে।

তবে ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার উজ্জ্বল যোজনা চালু করেছিলেন যাতে মহিলাদের গ্যাস সিলিন্ডারের উপর ৩০০ টাকা অবধি ছাড় দেওয়া হবে। সম্প্রতি রাজ্য সরকার ১০ টি গ্যাস সিলিন্ডার ফ্রী তে দেওয়ার ঘোষণা করেছেন। তবে তার জন্য থাকতে হবে BPL রেশন কার্ড। প্রতিটি দলই নিজের মতো করে চেষ্টা চালাচ্ছেন নিজেদের আসন ধরে রাখার।

তবে, এখানেই কিন্তু শেষ থাকেনি মুখ্যমন্ত্রীর ইস্তেহারের ফর্দ। তৃণমূলের অঙ্গীকারপত্রে বিজেপির বিকল্প প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিকল্প হিসাবে রয়েছে গরিবদের পাকা বাড়ি গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কেন্দ্রের ‛আয়ুষ্মান ভারত’ প্রকল্পের বদলে উন্নততর স্বাস্থ্যসাথী বিমা চালু করা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে ওবিসি, এসসি-এসটিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো, বৃদ্ধভাতার টাকা বৃদ্ধি সহ আরও নানান কিছুই উঠে এসেছে রাজ্য সরকারের অঙ্গীকারে।

আরও পড়ুন:Summer Vacation:শেষ হচ্ছে গরমের ছুটি! পুনরায় পঠন-পাঠন শুরু কবে থেকে! কী বলছে শিক্ষা দপ্তর?

এর পাশাপাশি প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি খাদ্যশস্য বিনামূল্যে দেওয়ার কথাও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর ফর্দে। আর এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে চর্চা। তবে ফ্রী তে রান্নার গ্যাস দেয়ার ঘোষণা বিজেপির নেতারা খিল্লি ওড়াতে ছাড়েননি।

আরও পড়ুন:Interest Rate : ফিক্সড ডিপোজিটে সুদের হার ৮.৭৫% ! উচ্চহারে সুদ দিচ্ছে এই তিন ব্যাঙ্ক! জানুন বিস্তারিত

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।