লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Summer Vacation:শেষ হচ্ছে গরমের ছুটি! পুনরায় পঠন-পাঠন শুরু কবে থেকে! কী বলছে শিক্ষা দপ্তর?

Published on:

WhatsApp Group   Join Now

Summer Vacation: গরমের ছুটির তারিখ আগেই নির্ধারিত হয়েছে। এই অস্বস্তিকর গরমে পড়ুয়াদের সারাদিনব্যাপী বিদ্যালয়ে পঠনপাঠন করা বেজায় কঠিন। সেই কারণে শিক্ষা দফতরের পক্ষ থেকে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লোকসভা ভোটের জন্য ও কিছুটা ছুটি বাড়ানো হয়েছে। ১৯ এপ্রিল থেকেই রাজ্যে ৭ দফায় ভোট শুরু হয়েছে।

এরপর ২৬ এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে দ্বিতীয় দফার নির্বাচন। ৭ মে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ তৃতীয় দফার নির্বাচন। আগামী ৭ মে (ভগবানগোলা) ও ১ জুন (বরানগর) দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ১৩ মে চতুর্থ দফার নির্বাচন বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, পূর্ব বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। ২০ মে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, আরামবাগে পঞ্চম দফার নির্বাচন।

২৫ মে ষষ্ঠ দফায় ভোট তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়্গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর কেন্দ্রে। ১ জুন সপ্তম এবং শেষ দফার লোকসভা নির্বাচন দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর কেন্দ্রে ভোট হবে।

শিক্ষা দফতর আগামী ৬ই মে থেকে ২রা জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও অন্যান্য বছর ৯ই মে থেকে ২০ মে পর্যন্ত গরমের ছুটি থাকলেও এবছর পরিস্থিতি একটু আলাদা লোকসভা ভোটের জন্য।

তবে ২রা জিন অবধি ছুটি তারপর ৩রা জুন থেকে স্কুল খুললেও ৪ঠা জুন ভোটের ফলপ্রকাশ সেইদিন স্কুল খোলা থাকবে না পঠনপাঠন হবে কি না সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে ভোটের জন্য রাজ্যের পড়ুয়ারা অন্যান্য বছরের থেকে এবছর বেশিই গ্রীষ্মকালীন ছুটি কাটাতে পারবে।

আরও পড়ুন:Interest Rate : ফিক্সড ডিপোজিটে সুদের হার ৮.৭৫% ! উচ্চহারে সুদ দিচ্ছে এই তিন ব্যাঙ্ক! জানুন বিস্তারিত

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।