লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Interest Rate : ফিক্সড ডিপোজিটে সুদের হার ৮.৭৫% ! উচ্চহারে সুদ দিচ্ছে এই তিন ব্যাঙ্ক! জানুন বিস্তারিত

Updated on:

WhatsApp Group   Join Now

Interest Rate: যত সময় এগোচ্ছে মানুষ ততই ফিক্স ডিপোজিট বা FD (এফডি)-র দিকে নিজেদের সঞ্চিত টাকা গচ্ছিত রাখছেন। এফডি হল ভারতে একটি জনপ্রিয় বিনিয়োগের বিকল্প যা নমনীয়তা এবং স্থিতিশীল রিটার্ন প্রদান করে থাকে,৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের সাথে, FD স্বল্প-মেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় বিনিয়োগকারীদেরই পূরণ করে।

অনেকেই আছেন যারা ভবিষ্যতের কথা মাথায় রেখে ব্যাঙ্কে টাকা জমান কিন্তু বর্তমানে মানুষ এখন এফডিতে টাকা বিনিয়োগ করেন কিংবা মিউচুয়াল ফান্ডে টাকা জমাতে শুরু করেছেন। আপনিও যদি কয়েক দিনের মধ্যে এফডি করার পরিকল্পনা করেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। বাজারে অনেক রকম বিনিয়োগ স্কিম মানুষকে রীতিমতো হাতছানি দিয়ে ডাকে, তবে এফডি সর্বদা নিরাপদ বিকল্প হিসাবে বিবেচিত হয়।

এসবিআই থেকে শুরু করে পিএনবি এবং এইচডিএফসির মতো বড় বড় ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিটে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত হয়ে থাকে সাধারণত তবে দেশের বেশ কিছু ছোটো ফিন্যান্স ব্যাঙ্ক ৯ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।

বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিটের ওপর ৩ থেকে ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক অন্যদিকে আইসিআইসিআই ব্যাঙ্কও সর্বোচ্চ ৭.২ শতাংশ হারে সুদ দিচ্ছে স্থায়ী আমানতকারীদের। ইয়েস ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যাচ্ছে ৩.২৫ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত। এসবিআই-তে সুদ মিলছে ৩ থেকে ৭ শতাংশ হারে পিএনবি যেখানে ৩ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ওপর।

আরও পড়ুন:BSNL: গ্রাহকদের জন্য সুখবর! BSNL-এর নতুন প্ল্যানে একবার রিচার্জেই চলবে মাসের পর মাস! জানুন বিস্তারিত

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।