লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Cylinder Price: ভোটের মরশুমে অনেকটা কমল গ্যাস সিলিন্ডারের দাম! কত টাকা হলো নতুন দাম?

Updated on:

WhatsApp Group   Join Now

Cylinder Price: ভোট মরশুমে LPG ব্যবহারকারী গ্রাহকদের জন্য সুখবর দিলো সরকার।লোকসভা নির্বাচনের ৫ দফা ভোটগ্রহণ এখনও বাকি কিন্তু এই অবস্থাতেই এক ধাক্কায় অনেকটা কমে গেল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এই অবস্থাতেই অনেকেই স্বস্তি পাবেন গ্যাসের দাম কমে যাওয়ার জন্য।

ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, ১ মে থেকে কলকাতায় প্রতিটি ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০ টাকা করে কমানো হয়েছে, এছাড়াও অন্যান্য সিলিন্ডার প্রতি গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে আরো জানানো হয়েছে ১ মে থেকে কলকাতার বাজারে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে করা হয়েছে ১,৮৫৯ টাকা, এপ্রিলেই যার দাম ছিল ১,৮৭৯ টাকা। অন্যদিকে ৪৭.৫ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে করা হয়েছে ৪৯.৫ টাকা। এখন কোনো বড় হোটেল বা রেষ্টুরেন্টের ব্যবসায়ীরা এই সিলিন্ডার কিনতে পারবে ৪৬৪৪ টাকায়।

অন্যদিকে ঘরোয়া ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। এই অবস্থায় আজ কলকাতায় ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। অপরদিকে ৫ কেজি ওজনের ছোট ঘরোয়া সিলিন্ডার বর্তমান কলকাতায় বিক্রি হচ্ছে মাত্র ৩০৮.৫ টাকায়।

এর আগে মার্চ মাসে কলকাতায় ভর্তুকিহীন ঘরোয়া ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল ১৭১ টাকা। তার আগে ২০২৩ সালের অক্টোবরে তা বেড়েছিল ৭১ টাকা। আর ২০২৩ সালের অগস্টে ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমেছিল।

বর্তমানে দিল্লিতে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮০৩ টাকা হয়েছে অন্যদিকে মুম্বইয়ে তার মূল্য দাঁড়িয়েছে ৮০২.৫ টাকা, এছাড়াও চেন্নাইয়ে রান্নার গ্যাস সিলিন্ডার দাম রয়েছে ৮১৮.৫ টাকা এবংবেঙ্গালুরুতে তা ৮০৫.৫ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন:BSNL: গ্রাহকদের জন্য সুখবর! BSNL-এর নতুন প্ল্যানে একবার রিচার্জেই চলবে মাসের পর মাস! জানুন বিস্তারিত

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।