লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Lashmi Bhandar: এইবার দ্বিগুণ হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা! বড় ঘোষণা রাজ্য সরকারের

Updated on:

WhatsApp Group   Join Now

Lashmi Bhandar: বেশ কিছু বছর আগেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের সাবলম্বী করার জন্যই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল। বর্তমানে সেই প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি মহিলা টাকা পান। প্রথমে যখন এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল তখন ৫০০ টাকা করে সাধারণ মহিলা ও ১০০০ টাকা করে সংরক্ষিত শ্রেণীর মহিলাদের দেওয়া হতো।

আরও পড়ুন:AC Electric Bill: এসি কম চালিয়েও বিল আসছে অনেক বেশি! কোনো ভুল করছেন না তো!

তবে চলতি বছরেই আবার সেই টাকা বাড়ানোর কথা বলেছে সরকার। এপ্রিল মাস থেকেই সেই টাকা বাড়িয়ে ১০০০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর মহিলাদের ১২০০ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গ সরকার মূলত মহিলাদের আত্মবিশ্বাস ও স্বাধীনচেতা হওয়ার জন্যই এই টাকা প্রদান করে।

লক্ষ্মীর ভান্ডারের টাকা এবার দ্বিগুণ:

লক্ষীর ভান্ডারের টাকা হবে দ্বিগুন। ১০০০ নয় ২০০০ করে টাকা ঢুকবে মহিলাদের একাউন্টে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সম্মানীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এমনটাই জানিয়েছেন। বর্তমানে দাঁড়িয়ে ২ দশমিক ১২ কোটি মহিলা লক্ষীর ভান্ডারের আওতায় রয়েছেন। গত মার্চ মাস পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১ হাজার ১৮৭ কোটি টাকা খরচ করা হয়েছিল। আর এপ্রিল মাস থেকে যেহেতু সেই টাকা বেড়ে ১০০০ টাকা হয়েছে তাই সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৮ কোটি টাকা।

মহিলারা যেমন লক্ষীর ভান্ডারের হাত ধরে বর্তমানে ১০০০ টাকা পাচ্ছেন তেমনই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও ১০০০ টাকা করে পাবেন। সেক্ষেত্রে মহিলাদের ব্যাঙ্কে ২০০০ করে টাকা ঢুকবে। তবে কেন্দ্রের তরফে এখনো বরাদ্দ টাকার পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন:LGP Cylinder: এইবার বিনামূল্যে পেয়ে যান রান্নার গ্যাস! জানুন কীভাবে

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।