লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

PMKVY Scheme: কেন্দ্রীয় সরকারের এই স্কিমে মাধ্যমিক পাশেই মিলবে ৮০০০ টাকা! জানুন আবেদন পদ্ধতি

Updated on:

WhatsApp Group   Join Now

PMKVY Scheme: প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা হল মূলত একটি প্রশিক্ষণমূলক প্রকল্প। যার অধীনে বেকারদের বিনামূল্যে বিশেষ কোর্স প্রশিক্ষণ প্রদান করা হয়। যাতে বেকার নাগরিকরা প্রশিক্ষণ পেয়ে আয়ের একটি উৎস খুঁজে পায় ও দেশে বেকারত্বের হার হ্রাস পায়। এমনকি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার দ্বারা পরিচালিত এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হল বেকারত্বের হার কমিয়ে দেশের উন্নয়ন করা। এবার এই স্কীমের আওতায় মাধ্যমিক পাসেই মিলবে ৮০০০ টাকা। তাহলে জেনে নিন এই স্কীমটি ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পের সুবিধা:

১. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার দ্বারা স্কিল ইন্ডিয়া ট্রেনিং সেন্টার দ্বারা বেকারদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
২. কেউ যদি এই স্কিমের আবেদন করতে চান তাহলে সে অনলাইন বা অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবে।
৩. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা হল এমন একটি যোজনা যেখান থেকে কিনা বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে।
৪. PMKVY 4.0 প্রকল্পের অধীনে সরকার প্রশিক্ষণ এবং শংসাপত্র সহ ৮০০০ টাকাও দেবে।
৫. এই স্কিমের মাধ্যমে যেসব মানুষজন মাঝপথে স্কুল ছেড়ে দিয়েছে তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। আর তারপর প্রশিক্ষণ পেয়ে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যেতে পারে।

আরও পড়ুন:Lashmi Bhandar: এইবার দ্বিগুণ হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা! বড় ঘোষণা রাজ্য সরকারের

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পের আবেদন পদ্ধতি:

১. এক্ষেত্রে প্রথমেই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 4.0 এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর ওয়েবসাইটে যাওয়ার পর Skill India বিকল্পে ক্লিক করতে হবে।
৩. তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। যেখানে আপনাকে প্রার্থী হিসাবে ক্লিক করতে হবে ।
৪. তারপর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে।
৫. এরপর সমস্ত নথি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর আপনাকে Login এ ক্লিক করে লগইন করতে হবে।
৬. তারপর বিভাগ অনুযায়ী কোর্সগুলি বেছে নিতে হবে। অনলাইন বা অফলাইন দুভাবেই কোর্স করা যেতে পারে।
৭. এরপর কোর্সটি শেষ করার পরে একটি শংসাপত্রও পাওয়া যাবে, এই শংসাপত্রটি অনলাইনে পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও চাইলে আপনি প্রশিক্ষণ কেন্দ্র থেকেও নেওয়া যেতে পারে।

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পে আবেদাগের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

• আধার কার্ড
• ভোটার আইডি কার্ড
• পরিচয়পত্র
• ব্যাঙ্কের পাসবুক
• মোবাইল নম্বর
• পাসপোর্ট সাইজ ছবি

আরও পড়ুন:Interest Rate : ফিক্সড ডিপোজিটে সুদের হার ৮.৭৫% ! উচ্চহারে সুদ দিচ্ছে এই তিন ব্যাঙ্ক! জানুন বিস্তারিত

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।