লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Summer Vacation 2024: গরমের ছুটিতেও ক্লাস করা আবশ্যক পড়ুয়াদের সঙ্গে করতে হবে এই কাজ! বড় ঘোষণা স্কুল শিক্ষা দপ্তরের

Updated on:

WhatsApp Group   Join Now

Summer Vacation 2024: গরমের দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। তারই মধ্যে স্কুলে গরমের ছুটি পড়ার কথা ছিল মে মাস থেকে যা এগিয়ে এপ্রিল মাসে করা হলো অস্বাভাবিক গরমের জন্য। বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল মে মাসের ৬ তারিখ থেকে যা এগিয়ে এনে বিদ্যালয়ের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে এপ্রিল মাসের ২২ তারিখ থেকেই।

কিন্তু গরমের ছুটি থাকলেও ক্লাস করতে হবে পড়ুয়াদের। বিদ্যালয়ে না তবে অনলাইনে পঠনপাঠন চালু থাকবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। অতিরিক্ত সিলেবাস শেষ করার জন্য এই পন্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়াও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সিলেবাস সঠিকভাবে শেষ করার জন্য ব্যবস্থা করা হয়েছে অনলাইন ক্লাসের।

আরও পড়ুনঃSSC Recruitment Verdict 2024: মার যাবেনা এপ্রিলের মাইনে! SSC- এর রায়ের পরেও এপ্রিলের মাইনে পাবেন শিক্ষকরা; বড় ঘোষণা রাজ্য সরকারের

উচ্চমাধ্যমিক পরীক্ষার ছাত্র-ছাত্রীদের ওপরেও রয়েছে সিলেবাস শেষ করার বিশাল চাপ। পরীক্ষার জন্য হাতে সময় যথেষ্ট কম তাই অনলাইন মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে হবে উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদেরও। ইতিমধ্যেই তারা সরকারের পক্ষ থেকে অনলাইনে পড়াশোনার জন্য ট্যাবের টাকা পেয়ে গিয়েছে। তাই অনলাইন ক্লাসের জন্য কোন সমস্যার সম্মুখীন হতে হবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্র-ছাত্রীদের। বোর্ডের পরীক্ষার জন্য যাতে ছাত্রছাত্রীদের কোনরকম অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্যই বিদ্যালয়ে কর্তৃপক্ষ এমন ব্যবস্থা অবলম্বন করছে।

কিন্তু এক্ষেত্রেও বহু স্কুল সুযোগ নিতে পারছে না এই অনলাইন ক্লাস পরিচালনার জন্য। ইন্টারনেট সংযোগের অভাব, প্রযুক্তিগত জ্ঞানের অভাবের কারণে বহু শিক্ষার্থী অংশ নিতে পারছে না অনলাইন ক্লাসে।আপাতত অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে গরমের ছুটি। প্রচন্ড তাপপ্রবাহের যাতে বিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের কোনরকম অসুবিধা না হয় সেই বিষয়ে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃAC Electric Bill: এসি কম চালিয়েও বিল আসছে অনেক বেশি! কোনো ভুল করছেন না তো!

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।