লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Government Scheme: করতে হবে এই কাজ! নচেৎ যেকোনো সময়ে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার বা পিএম কিষান! জানুন বিস্তারিত

Updated on:

WhatsApp Group   Join Now

Government Scheme: দুটি বড় যোজনা একটি হল পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার ও PM কিষান যোজনা দুটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প যা ২০২১ সাল থেকে চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন মহিলাদের জন্য তাদেরকে আর্থিক সাহায্য প্রদানের জন্য আর PM কিষান যোজনা যা কৃষকদের আর্থিক সাহায্যের জন্য প্রদান করা হয়। এই দুই প্রকল্পের সুবিধাই বন্ধ হয়ে যেতে পারে যদি না প্রকল্পের সুবিধাভোগকারীরা ব্যাঙ্কে KYC জমা না করেন। ব্যাঙ্কে KYC জমা না করলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।

আরও পড়ুনঃAC Electric Bill: এসি কম চালিয়েও বিল আসছে অনেক বেশি! কোনো ভুল করছেন না তো!

বর্তমানে সব কিছুই ডিজিটালি হয়ে থাকে। তাই KYC করা আবশ্যক এই দুটি প্রকল্পের সুবিধা উপভোগ করার জন্য।

লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল কম রোজগার সম্পন্ন মহিলাদের জন্য নূন্যতম আয়ের ব্যবস্থা করার জন্য। সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক ৫০০ টাকা করে ও তপশিলি জাতি ও উপজাতিদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই সকল মহিলাদের ১০০০ টাকা করে ভাতা দেন। কিন্তু গতমাস থেকে সেই টাকা বেড়েছে। যারফলে বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা পাচ্ছেন ১০০০ টাকা। আর তপশিলি জাতি ও উপজাতিরা পাচ্ছেন ১২০০ টাকা।

এর অপরদিকে PM কিষান যোজনা চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গরীব কৃষকদের সাহায্যার্থে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষক বাৎসরিক ৬০০০ টাকা পায় থাকেন। যা সরকারি একাউন্ট থেকে একেবারে কৃষকদের একাউন্টে এই টাকা ট্রান্সফার করা হয়। এবার ১৭তম কিস্তির জন্য কৃষকরা অপেক্ষা করছেন। যেই কিস্তি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে KYC সময় মতো ও সরকারি নির্দেশানুসারে জমা না করলে।

আরও পড়ুনঃAc Machine Cleaning Tips: ডাকতে হবে না কোন লোক! ঘরোয়া উপায়ে এসিকে পরিষ্কার রাখার কয়েকটি টিপস জেনে নিন

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।