লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Ac Machine Cleaning Tips: ডাকতে হবে না কোন লোক! ঘরোয়া উপায়ে এসিকে পরিষ্কার রাখার কয়েকটি টিপস জেনে নিন

Updated on:

WhatsApp Group   Join Now

Ac Machine Cleaning Tips: এসি পরিষ্কারের কয়েকটি সহজ উপায় হলো নিম্নরূপ:

• প্রথমে এসির মেইন সুইচ অফ করে ও প্লাগ খুলে তারপর এসি পরিষ্কার করার কাজ করা উচিত। তার সাথে হাতের গ্লাভস ও নরম কাপড় ব্যবহার করা উচিত।

• এসি বেশি উচুতে হলে টুল বা মই ব্যবহার করা উচিত। তারপর মেশিনটি খুলে তার ভিতরে ধাপে ধাপে পরিষ্কার করা উচিত।

আরও পড়ুনঃFixed Deposit: ফিক্সড ডিপোজিটে পান ৯% সুদ! এক নজরে দেখে নিন কোন ৮ টি ব্যাঙ্ক দিচ্ছে এই সুবিধা!

• এসি মেশিনের নেট পরিষ্কার করাও খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ব্লোয়ার বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা যেতে পারে। ওই নেট অংশে ভ্যাকুয়াম ক্লিনার বা ব্লোয়ার চালিয়ে ধরে রাখলে হাওয়ার তীব্রতায় ধুলোময়লা বেরিয়ে যাবে।

• মেশিন পরিষ্কার করার সময় কিছু সাবধানতা ও মেনে চলতে হবে। অন্তত এক ঘণ্টা ভালভাবে মেশিন শুকিয়ে নিতে দিন। তারপর এসি চালিয়ে দেখতে হবে সব ঠিক আছে কিনা।

আরও পড়ুনঃSSC Update: SSC দুর্নীতির পরই ১ লক্ষ নতুন চাকরির ঘোষনা মুখ্যমন্ত্রীর! এইবার বড় সুযোগ চাকরি প্রার্থীদের জন্য

• এয়ার কন্ডিশনার মেশিন বাইরে থেকেও পরিষ্কার রাখা প্রয়োজন। তাই এসি মেশিনের বাইরের অংশেও ময়লা থাকলে তা ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এসি মেশিনের বাইরের অংশের নোংরা পরিষ্কার করার জন্য হোয়াইট ভিনিগার ব্যবহার কর যেতে পারে। একটি মগে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে হোয়াইট ভিনিগার মিশিয়ে সেই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে নিয়ে তারপর ওই মিশ্রণ দিয়েই এসি মেশিনের বাইরের অংশ পরিষ্কার করা উচিত।

এসির মেশিন অনবরত চলার জন্য তাতে ময়লা জমে থাকে সেই কয়লা ঠিকঠাক পরিষ্কার না করলে এসি খুব ধীরে ঠান্ডা করবে ঘর আর বিদ্যুতের বিল হু হু করে বাড়তে থাকে। সেই কারণে সবসময় লোক না ডেকে ঘরোয়াভাবে উপরিউক্ত কয়েকটি উপায় ঘরের এসি পরিষ্কার করা যেতে পারে। এতে সময়ও খুব বেশি লাগেনা আর মেশিনও ভালো থাকে।

আরও পড়ুনঃAC Electric Bill: এসি কম চালিয়েও বিল আসছে অনেক বেশি! কোনো ভুল করছেন না তো!

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।