লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

SSC Update: SSC দুর্নীতির পরই ১ লক্ষ নতুন চাকরির ঘোষনা মুখ্যমন্ত্রীর! এইবার বড় সুযোগ চাকরি প্রার্থীদের জন্য

Updated on:

WhatsApp Group   Join Now

SSC Update: রাজ্যে সম্প্রতি ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের ঘোষণা করেছে হাইকোর্ট। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। তিনি ন্যায়ের জন্য সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়ার আশ্বাসও দিয়েছেন। তবে এবার রাজ্যের বেকারদের জন্য রয়েছে সুখবর। বীরভূমের এক সভায় রাজ্য সরকার নতুন ১ লক্ষ নতুন চাকরীর কথা ঘোষণা করেছেন।

SSC দুর্নীতি নিয়ে রাত জানিয়েছে দিয়েছে হাইকোর্ট। ২৬ হাজার চাকরি বাতিল তার সাথে ৪ সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। এই রায় প্রকাশ হওয়ার পরই হতাশা ও নিরাশায় দিন কাটাচ্ছেন প্রায় ১ লক্ষ পরিবার। এই রায় ঘোষণার পর অনেকেই মনে করছেন এটা অন্যায়। মুখ্যমন্ত্রীও রুখে দাঁড়িয়েছেন এবং চাকরিহারাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন:AC Electric Bill: এসি কম চালিয়েও বিল আসছে অনেক বেশি! কোনো ভুল করছেন না তো!

এই ঘটনার পশ্চাৎ, পরপর দুদিন প্রায় 11 লক্ষ নতুন চাকরির ঘোষণা করেছেন। তারমধ্যে আজ বীরভূম থেকে নতুন 1 লক্ষ ছেলে মেয়ের চাকরির সুযোগ করার কথা বলেছেন রাজ্য সরকার। তিনি এদিন দেউচা পাচামির কথাও উল্লেখ করেন। তিনি বলেন যে, “বিদ্যুতের যে চাহিদা বাড়ছে, আমি নিজে এত এসি ব্যবহার করি না। বিদুৎ অপচয় করবেন না। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে। 1 লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দেউচা পাঁচামি থেকে।”

প্রসঙ্গত, এদিকে রাজ্যের শুধু এসএসসির নিয়োগ নিয়ে নয়, প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়েও বেশ কিছুদিন ধরে আদালতে তারিখ পরছে। ঠিক একই ভাবে সেখানেই দূর্নীতির শেষ নেই। জানা গিয়েছে, প্রায় 60 হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সামনে বিরাট রায় আসতে চলেছে। রাজ্যের 60 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে ধোঁয়াশা দেখা যাচ্ছে। এসএসসির সংশ্লিষ্ট নিয়োগের মতো এই নিয়োগ নিয়েও অনেকে চিন্তিত রয়েছে। এদিকে 2017 সালের প্রাইমারি টেট পরীক্ষা প্রশ্ন প্রত্রে 25 টি প্রশ্নের ভূল নিয়ে বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:SSC Update: এবারও মিলবে বেতন! চাকরিহারাদের নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর !

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।