লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Para Legal Volunteer Recruitment 2024: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ভলেন্টিয়ার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; এক নজরে দেখে নিন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য

Updated on:

WhatsApp Group   Join Now

Para Legal Volunteer Recruitment 2024: প্যারা ভলেন্টিয়ার্স পদে করা হবে নতুন কর্মী নিয়োগ। অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তাও আবার মাত্র নূন্যতম শিক্ষাগত যোগ্যতায়। নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

• এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Para Legal Volunteer (PLV)।

• শূন্যপদের সংখ্যা: এখানে মোট শূন্যপদ ৩৫০টি।

আরও পড়ুনঃFixed Deposit: ফিক্সড ডিপোজিটে পান ৯% সুদ! এক নজরে দেখে নিন কোন ৮ টি ব্যাঙ্ক দিচ্ছে এই সুবিধা!

• শিক্ষাগত যোগ্যতা: সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে।

• বয়সসীমা: উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়সের জন্য বিশেষ ছাড় ও এখানে পাওয়া যাবে।

• বেতন: উল্লিখিত পদে আবেদন করে চাকরি পেলে, বেতন সরকারি নিয়ম অনুযায়ী প্রতিমাসে প্রদান করা হবে।

• নিয়োগ প্রক্রিয়া: উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে অর্থাৎ কোন রকম লিখিত পরীক্ষা হবে না সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

আরও পড়ুনঃGovernment Scheme: করতে হবে এই কাজ! নচেৎ যেকোনো সময়ে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার বা পিএম কিষান! জানুন বিস্তারিত

• আবেদন পদ্ধতি:

১. যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
২. আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৩. সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

• আবেদনের সময়সীমা: ১০.০৫.২০২৪ অবধি আবেদন জমা দেওয়া যাবে।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে districts.ecourts.gov.in পোর্টালে ভিজিট করতে অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।

আরও পড়ুনঃFixed Deposit: ফিক্সড ডিপোজিটে পান ৯% সুদ! এক নজরে দেখে নিন কোন ৮ টি ব্যাঙ্ক দিচ্ছে এই সুবিধা!

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।