লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

SSC Recruitment Scam: SSC দুর্নীতির পরেও চাকরিহারাদের মুখে হাসি! নিজের কথা রেখেছেন মুখ্যমন্ত্রী

Updated on:

WhatsApp Group   Join Now

SSC Recruitment Scam: SSC নিয়ে আজ থেকে না বিগত অনেক বছর ধরেই লড়াই চলছিল রাজ্যে। তবে শেষে এই বিষয়ে রায় ঘোষণা করলো হাইকোর্ট। ২৮১ পাতার রায়ে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার প্রার্থী। তাঁদের সুদ সমেত বেতন ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি যেখানে সুদের হার ধরা হয়েছে ১২ শতাংশ।

আরও পড়ুনঃSSC Update: এবারও মিলবে বেতন! চাকরিহারাদের নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর !

তবে এই রায়ের কড়া বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রীসহ পর্ষদ কর্তৃপক্ষ। হাইকোর্টের অর্ডারকে বেআইনি অর্ডার বলে সাব্যস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এবার আরো গুলো প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর। ইতি মধ্যেই আরো গুলো প্রার্থীর পরিবার সংকটের মুখোমুখি কিছু ভুয়ো নিয়োগের জন্য ২০২৬ সালের পুরো প্যানেলই বাতিল করা হয়েছে।

এই রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিহারা প্রার্থীরা। এই অর্ডারের প্রতিরোধে তারা রাস্তায় নেমেছেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকার ও তাদের জন্য শেষ অবধি লড়ে যাওয়ার। পাশাপাশি তিনি কথাও দেন যে, এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারারা বেতন পাবেন। আর এই কথায় সম্মতিও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাইতো সেই মতোন এপ্রিল মাসের শেষের দিন সকল শিক্ষক সহ অশিক্ষক কর্মীদের একাউন্টে টাকা ঢুকে গেছে।

অন্যদিকে আবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কড়া প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি জানিয়েছেন যে, প্যানেল বহিভূত চাকরি সম্পূর্ন জালিয়াতি।

আরও পড়ুনঃGovernment Scheme: করতে হবে এই কাজ! নচেৎ যেকোনো সময়ে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার বা পিএম কিষান! জানুন বিস্তারিত

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।