লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

SSC Update: এবারও মিলবে বেতন! চাকরিহারাদের নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর !

Updated on:

WhatsApp Group   Join Now

SSC Update: গত সোমবার হাইকোর্টের রায়ের আধার প্যারে ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছে। SSC দুর্নীতি নিয়ে লড়াই আজ থেকে না বহু বছর ধরেই চলছিল তবে সেই মামলার রায় বেরোলো সম্প্রতি। চাকরি হারিয়েছেন বহু যুবক-যুবতী। সেই নিয়ে হতাশ প্রার্থীরাও আর তাদের পরিবারও। সেই প্রতিরোধে রাস্তায় নেমেছেন চাকরিহারা প্রার্থীরা। তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে আসেন চাকরিহারারা। তাঁদের সঙ্গে বৈঠক করেন ব্রাত্য বসু।

প্রাথমিকভাবে জানা গিয়েছে ৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে CBI। স্কুল শিক্ষা দফতরকে এই মর্মে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যেখানে বলা হয়েছে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা হাতে পাওয়ার পর জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। খুব দ্রুত অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবেন তাঁরা।

আরও পড়ুন:AC Electric Bill: এসি কম চালিয়েও বিল আসছে অনেক বেশি! কোনো ভুল করছেন না তো!

সেই অনুযায়ী ডিআইরা ইতিমধ্যে রাজ্যের সরকারি স্কুলগুলির প্রধান শিক্ষকদের একটি ফর্ম পাঠিয়েছে। যেখানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কোন স্কুলে কতজন চাকরি হারাচ্ছেন, কোন কোন বিষয়ের শিক্ষকরা সেই তালিকায় রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, বৈঠকে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন, সরকার চাকরিহারাদের পাশে আছে। তাঁদের বেতন এখনই বন্ধ নয়। কারণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি রাজ্যের সরকারি স্কুলগুলিতে যে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে, তার আগে পর্যন্ত চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে শ্রম আইন অনুসারে বিচার করলে, কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। তাই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও রাজ্যের একটি সূত্রের দাবি।

আরও পড়ুন:PMKVY Scheme: কেন্দ্রীয় সরকারের এই স্কিমে মাধ্যমিক পাশেই মিলবে ৮০০০ টাকা! জানুন আবেদন পদ্ধতি

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।