লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Air Conditioner Bill:প্রতিদিন অনেকক্ষণ এসি চালাচ্ছেন! এসির বলের সঠিক ক্যালকুলেশন জানেন! এইভাবে বুঝে নিন মাসের বিদ্যুৎ খরচ

Updated on:

WhatsApp Group   Join Now

Air Conditioner Bill: এসি গরমে চলা খুব মুশকিল। সারাদিন না হোক তবে রাতে শান্তির ঘুমের জন্য এসি আবশ্যক বললেই চলে। আবার অনেকে সারাদিনও এসি ব্যবহার করে থাকেন। তবে এসির ব্যবসার যতটা আরামদায়ক তার ইলেকট্রিক বিল ততটাই বেশি আসে। বৈদ্যুতিক বিলের কথা চিন্তা করে অনেকেই এসি কিনতে গিয়ে পিছুপা হন। তবে এসি ব্যবহার করলে কিভাবে বিলের সঠিক হিসাব করতে পারবেন কয়েকটি মাত্র সহজ উপায়ে জেনে নিন আজকের প্রতিবেদনে।

১. এসির তাপ মাত্রার নির্দিষ্টকরণ: বৈদ্যুতিক বিল কত হবে তা নির্ভর করে এসির তাপমাত্রার ওপরও। ধরা যাক, একটি এসি ১৬ তাপমাত্রায় ১ ঘণ্টা ধরে চলছে। অথচ অপর একটি এসি ১ ঘণ্টার জন্য ২১ তাপমাত্রায় এসি চলছে, এক্ষেত্রে কিন্তু দুটি এসির মধ্যে সেটার বিল বেশি আসবে যেই এসির তাপমাত্রা কম ছিল।

আরও পড়ুনঃSSC Update: SSC দুর্নীতির পরই ১ লক্ষ নতুন চাকরির ঘোষনা মুখ্যমন্ত্রীর! এইবার বড় সুযোগ চাকরি প্রার্থীদের জন্য

২. এসির স্টারের ওপরও নির্ভর করে বৈদ্যুতিক বিল: এই প্রসঙ্গে উল্লেখ্য, এসি যত পুরনো হবে, বিল তত বেশি হবে। এই কারণেই আজকাল এমন অনেক এসি বাজারে এসেছে, যার সাহায্যে বিদ্যুৎ খরচ কমানোর টিপস পাওয়া যায়।

৩. এসির ক্ষমতা ও চালানোর উপরও বৈদ্যুতিক বিল নির্ভর করে: বিলের পরিমাণ নির্ভর করে মাসে কত দিন এসি চালানো হয়, এসির ধরন, ক্ষমতা এবং গতির উপর। সাধারণত এসি ২৪ ঘণ্টায় ১ হাজার থেকে ৩ হাজার ইউনিট বিদ্যুৎ খরচ করে। সাধারণত ১ টন এসি এবং ১.৫ টন এসি বেশিরভাগই বাজারে দেখা যায়। এক টন এসি মানে ১০০০ ওয়াট এবং ১.৫ টন মানে ১৫০০ ওয়াট। অর্থাৎ এখানে পরিষ্কার যে এক টন এসি ১০০০ ওয়াট বিদ্যুৎ খরচ করবে।

এটি লক্ষণীয় যে এক টন ক্ষমতার দুটি এসি বিভিন্ন শক্তি ব্যবহার করতে পারে। এটি তাদের রেটিং এর উপর নির্ভর করে। সহজে বোঝার জন্য, ধরুন আপনার কাছে একটি এক টন ওজনের এসি আছে যা 5 স্টার রেটিং পেয়েছে, তাহলে এটি এক ঘণ্টায় ১০০০ ওয়াট অর্থাৎ ১ ইউনিট বিদ্যুৎ খরচ করবে। সার্বিকভাবে বলতে গেলে, 5 -স্টার রেটিং-সহ একটি ১.৫-টন স্প্লিট এসি দিনে ৮ ঘণ্টা ব্যবহার করলে প্রতি মাসে প্রায় ৩৬০ ইউনিট বিদ্যুৎ খরচ করে। এই অনুসারে, যদি ১ ইউনিটের দাম ৭ টাকা হয়, তাহলে আপনার বিল প্রতি মাসে কম বেশি ২৫০০ টাকা পর্যন্ত হবে।

উক্ত এই কয়েকটি সহজ উপায় জানা থাকলে এসির বিল সম্পর্কে সঠিক হিসেব করা সম্ভব।

আরও পড়ুনঃAC Electric Bill: এসি কম চালিয়েও বিল আসছে অনেক বেশি! কোনো ভুল করছেন না তো!

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।