লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Food SI Exam Result: দীর্ঘ অপেক্ষার অবসান! প্রকাশিত হলো ফুড এসআই পরীক্ষার ফলাফল!

Updated on:

WhatsApp Group   Join Now

Food SI Exam Result: মার্চের মাঝামাঝি অর্থাৎ ১৬ এবং ১৭ তারিখ ফুড এসআই পরীক্ষার আয়োজন করা হয়। এরপর সেই পরীক্ষাকে কেন্দ্র করে উঠে আসছে একের পর এক গুরুতর অভিযোগ। পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে দেখেন অর্ধেক পরীক্ষার্থী নয় উত্তর জেনে এসেছে আর নয়তো মোবাইল ফোনের ব্যবহার করছে।

এমন পরিস্থিতি দেখে রীতিমতো হতাশ হয়ে গিয়েছেন বহু ছাত্র-ছাত্রী। তারা ফুড এস আই পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন। এই বিষয়ে একাধিক মামলার দায়ের করা হয় কলকাতা হাইকোর্টের কাছে। কলকাতা হাইকোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে ফুড এস আই আপাতত তাদের নিয়োগ প্রক্রিয়া কোনওভাবেই চালিয়ে যেতে পারবে না। এই বিষয়টি আরো খতিয়ে দেখতে রাজ্যের সিআইডি অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে দায়িত্বভার।

আরও পড়ুনঃGovernment Scheme: সরকারের নতুন প্রকল্পে মিলবে ৫০০০ টাকা! কীভাবে করবেন আবেদন! দেখে নিন এক নজরে

এহেন পরিস্থিতিতে কি করে ফল প্রকাশ হতে পারে ফুড এসআই পরীক্ষার সেই নিয়ে নানান প্রশ্ন উঠেছে। জানিয়ে রাখা ভালো চলতি বছরের ফুড এস আই পরীক্ষার রেজাল্ট নয় বরং ফুড এস আই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আগের পরীক্ষার। এই ফুড এস আই পরীক্ষা হয়েছিল ২০১৯ সালে। এই অনুযায়ী দেখা যাচ্ছে মোট ১১০ জন পরীক্ষার্থীর নাম রয়েছে নোটিফিকেশন লিস্টে।

আরও পড়ুনঃSSC Recruitment Scam: SSC দুর্নীতির পরেও চাকরিহারাদের মুখে হাসি! নিজের কথা রেখেছেন মুখ্যমন্ত্রী

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।