লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

WB Gram Panchayat Syllabus 2024: বিপুল কর্মী নিয়োগ গ্রাম পঞ্চায়েতে! জানুন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য

Updated on:

WhatsApp Group   Join Now

WB Gram Panchayat Syllabus 2024: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। গ্রাম পঞ্চায়েতে বহুল পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অফিসিয়াল নোটিশ। অফিসিয়াল নোটিস অনুযায়ী নিয়োগকারী পদ, শূন্যপদের সংখ্যা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন আজকের প্রতিবেদনে।

• নিয়োগকারী পদের নাম:

১) গ্রাম পঞ্চায়েত ২) গ্রাম পঞ্চায়েত সহায়ক ৩) গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ৪) ডাটা এন্ট্রি অপারেটর ৫) পিওন ৬) গ্রুপ ডি ৭) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ৮) জেলা পরিষদ অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ৮) ব্লক ইনফরমেশন অফিসার ৯) অ্যাকাউন্টস ক্লার্ক ১০) অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ইত্যাদি পোস্টে নিয়োগ শুরু হয়েছে।

আরও পড়ুনঃSSC Recruitment Scam: SSC দুর্নীতির পরেও চাকরিহারাদের মুখে হাসি! নিজের কথা রেখেছেন মুখ্যমন্ত্রী

• শূন্যপদের সংখ্যা: রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে 6,652টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে।

• নিয়োগ প্রক্রিয়া : গ্রাম পঞ্চায়েত দফতরে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা নেওয়া হবে কোন পদে ৮৫ নম্বরে আর কিছু পদে ৪৩ নম্বরে। সমস্ত প্রশ্ন Mcq টাইপের প্রশ্ন আসবে। সর্বশেষে প্রার্থীদের ১৫ ও ৭ নম্বরের ইন্টারভিউ হবে।

• সিলেবাস: এখানে দু’রকমের সিলেবাস রয়েছে। দুটি সিলেবাস বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নির্দিষ্ট পদের জন্য নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। সিলেবাস নিম্নরূপ:

১) প্রথম সিলেবাস –
বাংলা-১৩ নম্বর
ইংলিশ-১০ নম্বর
পাটিগণিত-১০ নম্বর
সাধারণ জ্ঞান-১০ নম্বর
লিখিত পরীক্ষা -৪৩ নম্বর
ইন্টারভিউ- ৭ নম্বর
মোট- ৫০ নম্বর

২) দ্বিতীয় সিলেবাস –
বাংলা-২৫ নম্বর
ইংলিশ-২৫ নম্বর
পাটিগণিত-২৫ নম্বর
সাধারণ জ্ঞান-১০ নম্বর
লিখিত পরীক্ষা- ৮৫ নম্বর
ইন্টারভিউ- ১৫ নম্বর
মোট-১০০ নম্বর

বিঃদ্রঃ গ্রাম পঞ্চায়েতে চাকরির জন্য আবেদন করা পদে পরীক্ষার সুবিধার জন্য নির্দিষ্ট সিলেবাস দেখে প্রস্তুতি নিতে পারবেন।

আরও পড়ুনঃGovernment Scheme: সরকারের নতুন প্রকল্পে মিলবে ৫০০০ টাকা! কীভাবে করবেন আবেদন! দেখে নিন এক নজরে

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।