লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

NDA Job Recruitment: এইবার উচ্চমাধ্যমিক পাশে মিলবে NDA-তে চাকরির সুযোগ! একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিস্তারিত

Updated on:

WhatsApp Group   Join Now

NDA Job Recruitment: এইবার উচ্চমাধ্যমিক পাশে মিলবে NDA-তে চাকরির সুযোগ! একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিস্তারিত মূলত করোনা কালের পর থেকেই দেশে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। শিক্ষিত সমাজের অধিকাংশই বেকার। সঠিক যোগ্যতা রিয়াজ সত্ত্বেও চাকরির অপেক্ষায় বসে আছেন অনেকেই। তবে এবার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এক বিরাট ঘোষণা, NDA( National Defense Academy) তে চাকরির সুযোগ। ইচ্ছুক প্রার্থীরা নিয়োগ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সম্পর্কে জেনে নিন।

NDA Job Recruitment

আরও পড়ুন:Bank Rules: গ্রাহকদের জন্য সুখবর! ব্যাঙ্কে লিংক নেই বা পরে আসুন বলার দিন শেষ! এইবার এইসবের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন আপনিও

◆নিয়োগকারী পদের নাম: একাধিক পদে নিয়োগ করবে ন্যাশনাল ডিফেন্স অ্য়াকাডেমি।

◆শূন্যপদের সংখ্যা: ৪০৪টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

◆শিক্ষাগত যোগ্যতা: সেনা শাখার জন্য উচ্চমাধ্যমিক পাস করতে হবে। এবং বায়ুসেনা এবং নৌসেনা শাখার জন্য রয়াসন, অঙ্ক এবং পদার্থবিদ্যা সহ উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

NDA Job Recruitment

আরও পড়ুন:UPSC Recruitment 2024: ভোটের আবহেই বড় ঘোষণা! এইবার আর্মি, নেভি ও এয়ার ফোর্স মিলিয়ে বহুল শূন্যপদে কর্মী নিয়োগ; জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

◆বয়সসীমা: ১ ফেব্রুয়ারি ২০০৬ থেকে ১ জানুয়ারি ২০০৯ এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে আবেদনকারীদের।

◆বেতন: বেতন সম্পর্কিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।

◆আবেদন ফি: ওই পদে আবেদন ফি রাখা হয়েছে ১০০ টাকা। তবে তপশিলি জাতি ও উপজাতি, মহিলাদের জন্য কোনও আবেদন ফি রাখা হয়নি।

◆নিয়োগ প্রক্রিয়া: UPSC-র মাধ্যমে নিয়োগ করা হবে।

◆আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: ৪ঠা জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। এবং ১ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।