লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

UPSC Recruitment 2024: ভোটের আবহেই বড় ঘোষণা! এইবার আর্মি, নেভি ও এয়ার ফোর্স মিলিয়ে বহুল শূন্যপদে কর্মী নিয়োগ; জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

Updated on:

WhatsApp Group   Join Now

UPSC Recruitment 2024: লোকসভা ভোটের মধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরাট ঘোষণা। কয়েকদিন আগেই অগ্নিবীর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় নৌসেনা। এবার তিন বাহিনীতেই অফিসার হিসেবে চাকরির নির্দেশিকা দিল ইউনিয়ান পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি(UPSC Recruitment 2024)। বিজ্ঞপ্তি অনুসারে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষা নেবে এই কেন্দ্রীয় সরকারি সংস্থা।

UPSC Recruitment 2024

আরও পড়ুন:Textile Committee Recruitment: চাকরির বাজারে নয়া সুযোগ! এইবার বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; বেতন ২৬,০০০! জানুন আবেদন পদ্ধতি

ইউপিএসসি জানিয়েছে আরও জানিয়েছে, চলতি বছরে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ), ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, এয়ার ফোর্স অ্যাকাডেমি ও অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির (ওটিএ) ৪৫৯ টি শূন্যপদ পূরণ করা হবে। পুরুষ ও মহিলা উভয়েই এখানে আবেদন করতে পারবেন। ২০ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে বয়স সীমা।ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাকাডেমির ক্ষেত্রে বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলে আবেদনের বয়সে মিলবে ছাড়। সেক্ষেত্রে ২৬ বছর পর্যন্ত আবেদন করা যাবে। উল্লেখ্য, কমার্শিয়াল পাইলটের লাইসেন্সপ্রাপ্তরা বিবাহিত হলেও আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শারীরিকভাবে সবল ও দক্ষ হতে হবে।

UPSC Recruitment 2024

আরও পড়ুন:Textile Committee Recruitment: চাকরির বাজারে নয়া সুযোগ! এইবার বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; বেতন ২৬,০০০! জানুন আবেদন পদ্ধতি

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে এই অ্যাকাডেমিগুলির জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেবে ইউপিএসসি। ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি ও এয়ার ফোর্স অ্যাকাডেমিতে ভর্তির জন্য দিতে হবে ৩০০ নম্বরের পরীক্ষা। অন্যদিকে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির প্রবেশিকায়। তবে দু’ধরনের পরীক্ষাতেই আবেদনকারীরা সময় পাবেন ২ ঘণ্টা।এই পরীক্ষায় উত্তীর্ণ হলে দিতে হবে ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট ও মেডিক্যাল এগজামিনেশন। এই হার্ডেল টপকাতে পারলে সরাসরি প্রশিক্ষণের জন্য পাঠানো হবে প্রার্থীদের। পরীক্ষার জন্য শুধুমাত্র স্বচ্ছ ক্লিপ বোর্ডে ও কালো কালির পেন ব্যবহারের অনুমতি দিয়েছে ইউপিএসসি। হলে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ, ব্যাগ, বই বা ক্যালকুলেটর-সহ কোনও বৈদ্যুতিন সামগ্রী নিয়ে প্রার্থীরা প্রবেশ করতে পারবেন না। প্রার্থীদের কাছে এগুলি পাওয়া গেলে সঙ্গে সঙ্গে বাতিল হবে পরীক্ষা। এছাড়াও এই পরীক্ষায় থাকছে নেগেটিভ মার্কিং। প্রতিটি ভুল উত্তরে নিরিখে বাদ যাবে এক তৃতীয়াংশ নম্বর। আগ্রহী প্রার্থীদের ইউপিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে অনলাইনে করতে হবে আবেদন। যা পাঠানো যাবে ৪ জুন পর্যন্ত।

সংশ্লিষ্ট পরীক্ষার জন্য ২০০ টাকা আবেদন মূল্য ধার্য করেছে ইউপিএসসি। এর জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন (ওটিআর) প্রোফাইলের মাধ্যমে প্রার্থীদের করতে হবে রেজিস্ট্রেশন। ওই প্রোফাইলের তথ্য সংশোধনের জন্য ১১ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রোফাইলের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।