লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Textile Committee Recruitment: চাকরির বাজারে নয়া সুযোগ! এইবার বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; বেতন ২৬,০০০! জানুন আবেদন পদ্ধতি

Updated on:

WhatsApp Group   Join Now

Textile Committee Recruitment: টেক্সটাইল কমিটি(Textile Committee Recruitment) ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের অধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা অস্থায়ী ভিত্তিতে প্রকল্প সহকারী পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি নয়া সুযোগ। এই সুযোগটি যোগ্য ব্যক্তিদের একটি নির্দিষ্ট সময়ের জন্য বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করার সময় তাদের দক্ষতা প্রদর্শন করে এবং চাকরির ক্ষেত্রে একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম তৈরি করে। ৪০ জন প্রার্থীকে প্রথম বছরের জন্য প্রতি মাসে ২৬,০০০ টাকা মাসিক উপবৃত্তি সহ তিন বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরবর্তী দুই বছরের সময়কালে ৩ শতাংশ বৃদ্ধি পাবে। প্রার্থীরা গভীর ভাবে প্রশিক্ষণ পাবে যা পরবর্তীতে তাদের কর্মজীবনে তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।

Textile Committee Recruitment

আরও পড়ুন:Bank Rules: গ্রাহকদের জন্য সুখবর! ব্যাঙ্কে লিংক নেই বা পরে আসুন বলার দিন শেষ! এইবার এইসবের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন আপনিও

টেক্সটাইল কমিটিতে(Textile Committee Recruitment) প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার ন্যূনতম বয়স ধার্য করা হয়েছে ২১বছর।এবং এই কমিটিতে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের সর্বোচ্চ বয়স রয়েছে ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে টেক্সটাইল কমিটিতে(Textile Committee Recruitment) প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদনকারী প্রার্থীদের পদার্থবিদ্যা বা রসায়নে B.sc অথবা টেক্সটাইল প্রযুক্তিতে B.tech থাকতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের যোগ্যতা সম্পন্ন করেছে তারা শুধুমাত্র এই পদের জন্য যোগ্য ছাত্রদের বিভাগ।

Textile Committee Recruitment

আরও পড়ুন:Bank Rules: গ্রাহকদের জন্য সুখবর! ব্যাঙ্কে লিংক নেই বা পরে আসুন বলার দিন শেষ! এইবার এইসবের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন আপনিও

এই চাকরিটি তিন বছরের জন্য একটি অস্থায়ী চাকরি। কারিগরি বিভাগে অন্যান্য চাকরির মতো বেতন কাঠামো বিশদ নয়। এটি প্রথম বছরের জন্য ২৬,০০০ টাকার মাসিক উপবৃত্তি এবং প্রথম বছরে ভাল পারফরম্যান্সের ভিত্তিতে ৩% বৃদ্ধির প্রস্তাব করছে৷ অফার করা বেতনের পরিমাণের চেয়েও বেশি, এই চাকরিটি শিক্ষার্থীদের একটি দক্ষতা শেখার, একটি অভিজ্ঞতা অর্জন করার এবং তাদের কর্মজীবন বিকাশের সুযোগ দেয়। প্রার্থীদের মনে রাখা উচিত যে অন্যান্য চাকরিতে সাধারণত যে ভাতা দেওয়া হয় তা এখানে কম, উদাহরণস্বরূপ এই চাকরিতে DA এবং TA দেওয়া হয় না।
ছেলে-মেয়ে উভয়ই এখানে আবেদন জানাতে পারবে এবং অনলাইনের মাধ্যমেই আবেদন পদ্ধতি চলছে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।