লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

IRCTC Recruitment: রেলের IRCTC-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! দেখে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

Updated on:

WhatsApp Group   Join Now

IRCTC Recruitment:  বেকারত্বের ভুগছে দেশের যুবক সম্প্রদায়। বেকারত্বের হার করোনা কালের পর আরো বৃদ্ধি পেয়েছে। তবে এবার আর বেকারত্বের সমস্যায় ভুগতে হবে না। যারা চাকরির অনেক্ষায় দিন গুনছে তাদে জন্য সুখবর IRCTC (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) তে নতুন কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ সম্পর্কে বিশদে জেনে নিন আজকের প্রতিবেদনে।

◆নিয়োগকারী পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ চলছে, তা হল- Consultant/কনসাল্ট্যান্ট।

◆শূন্যপদের সংখ্যা: এখানে মাত্র ০১ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

IRCTC Recruitment

আরও পড়ুন:HS Pass Recruitmen: এইবার উচ্চমাধ্যমিক পাশেই মিলবে ভালো চাকরির সুযোগ; বেতন প্রায় ১৭,০০০ টাকা! জানুন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য

◆শিক্ষাগত যোগ্যতা: এখানে শুধুমাত্র সরকারি রিটায়ার্ড কর্মীরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই Southern রেলের নুন্যতম ৩টি ডিভিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

◆বয়সসীমা: এই পদে আবেদন করতে চাইলে, প্রার্থীর বয়স সর্বচ্চ ৬৪ বছর বা তার কম হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ১৪-০৫-২০২৪তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে।

◆বেতন: এই পদে যদি আপনি চাকরি পান, তাহলে প্রতিমাসে IRCTC সংস্থার নিয়মানুযায়ী ফিক্সড বেতন পাবেন।

IRCTC Recruitment

আরও পড়ুন:UPSC Recruitment 2024: ভোটের আবহেই বড় ঘোষণা! এইবার আর্মি, নেভি ও এয়ার ফোর্স মিলিয়ে বহুল শূন্যপদে কর্মী নিয়োগ; জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

◆নিয়োগ প্রক্রিয়া: আবেদন পত্রের ভিত্তিতে একটি প্যানেল তৈরি করা হবে। প্যানেল অনুযায়ী মেডিক্যাল পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে।

◆আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের এখানে অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমেই আবেদন করতে হবে। প্রথমে, সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন পত্র ডাউনলোড করে ভালোভাবে ফিলাপ করবেন। এরপরে, প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে আবেদন পত্রের সাথে একটি মুখবদ্ধ খামে ভরে নিম্নে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে।

এরপরে, সমস্ত ডকুমেন্ট ও আবেদন ফর্ম স্ক্যান করে এই ইমেল আইডিতে- [email protected] পাঠাতে হবে।

◆আবেদনের সময়সীমা: আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ৩১শে মে ২০২৪।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে ও নিজের দায়িত্বে আবেদন করবেন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।