লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Contractual Teacher Vacancy 2024: রাজ্যের নবোদয় বিদ্যালয় সমিতি থেকে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি; জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

Updated on:

WhatsApp Group   Join Now

Contractual Teacher Vacancy 2024: নবোদয় বিদ্যালয় সমিতি থেকে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বাংলাসহ আরো অন্যান্য বিষয়ে নিয়োগ করে হবে শিক্ষক। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

◆নিয়োগের মাপকাঠি: নিয়োগ করা হচ্ছে TGT অর্থাৎ Trained Graduate Teacher এবং PGT অর্থাৎ Post Graduate Teacher পদে, বিভিন্ন বিষয়ে। TGTs শিক্ষক পদে Hindi, English, Mathematics, Science, Computer Science, Psychical Education, Social Science, Art, Bengla বিষয়ে এবং PGTs শিক্ষক পদে নিয়োগ করা হবে Hindi, English, Mathematics, Physics, Chemistry, Biology, History, Computer Science, Geoghapy, Economic, Commerce ইত্যাদি বিষয়ে।

Contractual Teacher Vacancy 2024

আরও পড়ুন:Bank Rules: গ্রাহকদের জন্য সুখবর! ব্যাঙ্কে লিংক নেই বা পরে আসুন বলার দিন শেষ! এইবার এইসবের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন আপনিও

◆শিক্ষাগত যোগ্যতা: নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, উপরে উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য পদ ভিত্তিক আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

◆বয়সসীমা: উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 50 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে 01/07/2024 তারিখের নিরিখে। এছাড়াও Ex NVS শিক্ষকেরাও এখানে আবেদন করতে পারবেন। এরজন্য তাঁদের বয়স থাকতে হবে, সর্বোচ্চ 65 বছর বয়সের মধ্যে।

◆বেতন: PGT পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন থাকবে 35 হাজার 750 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 42 হাজার 250 টাকা পর্যন্ত। আর TGT পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে বেতন থাকবে 34 হাজার 125 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 40 হাজার 625 টাকা পর্যন্ত।

Contractual Teacher Vacancy 2024

আরও পড়ুন:Textile Committee Recruitment: চাকরির বাজারে নয়া সুযোগ! এইবার বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; বেতন ২৬,০০০! জানুন আবেদন পদ্ধতি

◆আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য navodaya.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিংকে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

◆আবেদনের সময়সীমা: 24/05/2024 তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।