লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

LIC Scheme: আজই বিনিয়োগ করুন এলআইসির এই পলিসিতে! মেয়াদপূর্তিতে রিটার্ন পাবেন লক্ষ লক্ষ টাকা

Updated on:

WhatsApp Group   Join Now

LIC Scheme:  LIC, লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া যা ভারতের বৃহত্তম বিমা সংস্থা। এলআইসি তে বিনিয়োগ সুরক্ষিত ও ভালো রিটার্নের জন্যই মানুষ এখানে নিজের রক্ত জল করে রোজগার করা টাকা বিনিয়োগ করেন।

এলআইসি(LIC Scheme) আজ থেকে নয় অনেক বছর ধরে মানুষের পাশে আছে। গরীব, মধ্যবিত্ত ও ধনী সব শ্রেণীর জন্যই স্কীম লঞ্চ করেছে। সব শ্রেণীর মানুষই নিজের সাধ্যমত এলআইসির স্কীমে(LIC Scheme) টাকা বিনিয়োগ করে সেই টাকার উপর মোটা টাকা রিটার্ন পেতে পারেন। এলআইসি একটি নতুন স্কীম লঞ্চ করলো যার নাম হলো জীবন লাভ স্কীম। এই স্কীমে মাত্র ২৫০ টাকা রাখলে মেয়াদ শেষে ৫৪ লক্ষ টাকা পায় যাবেন। এই স্কীম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Table of Contents

LIC Scheme

আরও পড়ুন:UPSC Recruitment 2024: ভোটের আবহেই বড় ঘোষণা! এইবার আর্মি, নেভি ও এয়ার ফোর্স মিলিয়ে বহুল শূন্যপদে কর্মী নিয়োগ; জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

■পলিসিতে বিমা করার বয়সসীমা: এই পলিসিতে বীমা করার সর্বনিম্ন বয়স হলো ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হলো ৫৯ বছর।

■পলিসিতে বিমার মেয়াদ: এই পলিসিতে বীমা করতে পারবেন যেকোনো ব্যক্তি। এ পলিসিতে(LIC Scheme) ষোল ২১-২৫ বছরের মেয়াদে বিমা করা যায়।

LIC Scheme

আরও পড়ুন:Textile Committee Recruitment: চাকরির বাজারে নয়া সুযোগ! এইবার বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; বেতন ২৬,০০০! জানুন আবেদন পদ্ধতি

■বিমার সুবিধা: এই পলিসির একটি বিশেষ সুবিধা হচ্ছে ডেথ বেনিফিট। বিমা চলাকালীন কোন ব্যক্তির মৃত্যু হলে, তার পরিবার বার্ষিক প্রিমিয়ামের দশ গুণ অর্থ পাবে। এর পাশাপাশি আরও একটি সুবিধা রয়েছে সেটি হচ্ছে, কোন বিনিয়োগকারী যদি নিয়মিত তিন বছর প্রিমিয়াম দেয় তাহলে ঋণের সুবিধা পাওয়া যাবে।

■বিমায় রিটার্নের পরিমাণ: এই পলিসির অধীনে বিনিয়োগকারীকে বার্ষিক ৯২ হাজার ৪০০ টাকা জমা করতে হবে। হিসাব করে দেখলে প্রত্যেক মাসে সাধারণ ৭০০ টাকা এবং প্রত্যেকদিন ২৫৩ টাকা করে জমাতে হবে। এই বিমার মেয়াদ শেষে ৫৪.৫০ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যাবে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।