লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

WB Govt Group D Recruitment: নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ! জানুন বেতন সহ আবেদন পদ্ধতি

Published on:

WhatsApp Group   Join Now

WB Govt Group D Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে মাত্র ক্লাস এইট পাশ করার যোগ্যতায় মিলবে চাকরি যুবক ও যুবতীদের। চাকরি তাও আবার সরকারি, এককথায় সুবর্ন সুযোগ। আগ্রহী প্রার্থীরা নিয়োগকারী পদ, শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিশদে জেনে নিন আজকের প্রতিবেদনে।

নিয়োগকারী পদের নাম:

বিভিন্ন ধরনের গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। রাত্রি কিংবা দিনের গার্ড সহ অন্য গ্রুপ ডি (Group D Recruitment) পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Ishan Uday Scholarship: পড়ুয়াদের জন্য সুখবর! এইবার প্রতি মাসে মিলবে ৫৪০০ টাকা; দারুন স্কলারশিপ রাজ্য সরকারের

শূন্যপদের সংখ্যা:

শূন্যপদ সম্পর্কিত বিষয়ে জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি মন্তব্য পড়ে নিন।

বয়সসীমা:

আবেদনকারীদের এক্ষেত্রে নূন্যতম বয়স থাকতে হবে 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত জাতির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:

বর্তমান নিয়োগের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধু অষ্টম পাশ বা তার সমতুল্য।

নিয়োগ প্রক্রিয়া:

এক্ষেত্রে যারা সফলভাবে আবেদন জানাবেন তাদের বাছাই করা হবে দুটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমত লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সফল প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: Ananya Reddy: বাড়িতে বসেই প্রস্তুতি নিয়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে তৃতীয় স্থান অর্জন করেন ২২ বছর বয়সী অনন্যা

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি (WB Govt Group D Recruitment):

  • মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস সমূহ
  • জাতিগত সংশয় পত্র ( যদি থাকে)
  • পাসপোর্ট সাইজের ছবি
  • আধার বা ভোটার কার্ড
  • অন্যান্য

আবেদন পদ্ধতি:

পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীর আগ্রহী হবেন, তাদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন আবেদনপত্র পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। প্রথমে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে হবে এবং তার সঙ্গে দেওয়া আবেদন পত্রটির প্রিন্ট আউট কপি বের করতে হবে। এরপর খালি ঘরে জরুরি তথ্য গুলি পূরণ করতে হবে। সবশেষে ওই আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে।

আরও পড়ুন: UPSC: মাত্র ২২ বছর বয়সে আইপিএস অফিসের হলেন কানপুরের হেড কনস্টেবল সঞ্জয় দুবের ছেলে

বি.দ্র- আবেদন সম্পর্কিত বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন।

About Author