লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Ishan Uday Scholarship: পড়ুয়াদের জন্য সুখবর! এইবার প্রতি মাসে মিলবে ৫৪০০ টাকা; দারুন স্কলারশিপ রাজ্য সরকারের

Published on:

WhatsApp Group   Join Now

Ishan Uday Scholarship: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়। যেমন কন্যাশ্রী প্রকল্প স্কুল ও কলেজ উভয়েই এই প্রকল্পের আওতায় পড়ুয়ারা আর্থিক সাহায্য পায়ে থাকেন উচ্চশিক্ষার জন্য। তবে এবার একটি নতুন প্রকল্পের আততায় কন্যাশ্রীর থেকেও বেশি টাকা পাটোয়া যাবে। যদিও কন্যাশ্রী প্রকল্পে ২৫০০০ টাকা দেওয়া হতো তবে।

মেধাবী ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই নতুন স্কলারশিপ চালু করলো সরকার। রিপোর্টে দেখা গিয়েছে ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রায় ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নীচে বসবাস করে। তবে নতুন স্কলারশিপের সুবিধা একমাত্র উপভোগ করতে পারবে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি। ইশান উদয় প্রকল্প (Ishan Uday Scholarship) হলো একটু বৃত্তি প্রকল্প যার সুবিধা পাবে শুধুমাত্র উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি। এই প্রকল্পে ডিগ্রি কোর্স থেকে ডাক্তারি অবধি পড়ার জন্য ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে। সর্বোচ্চ ৭,৪০০ টাকা মাসিক প্রদান করা হয়।

কোর্সভিত্তিক টাকার পরিমাণ:

  • সাধারণ ডিগ্রি কোর্স (BA, Bcom, BSc, BBA) – ৫৪০০ টাকা।
  • প্রযুক্তিগত, চিকিৎসা, প্রফেশনাল ও প্যারামেডিক্যাল কোর্স – ৭,৮০০ টাকা।

আরও পড়ুন: New Scholarship 2024: রাজ্য সরকারের নতুন প্রকল্পে মাধ্যমিক পাশেই মিলবে ১২,০০০ টাকা! জানুন বিস্তারিত

এই স্কলারশিপে (Ishan Uday Scholarship) আবেদনের শর্ত:

  • শিক্ষার্থীকে অবশ্যই উত্তর-পূর্ব রাজ্যের হতে হবে। অর্থাৎ অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরার বাসিন্দা হতে হবে।
  • ওই অঞ্চলের অধীনে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE), ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (ICSI), ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন এডুকেশন (NIOS) এর যেকোনও বোর্ড থেকে দ্বাদশ পরীক্ষার উত্তীর্ণ হতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় ৪.৫ লক্ষ টাকার বেশি হলে চলবে না।
  • স্নাতক পর্যায়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • এই স্কলারশিপে ট্রান্সজেন্ডার প্রার্থীরাও এই স্কিমের অধীনে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:

  • দশম শ্রেণির মার্কশিটের কপি।
  • দ্বাদশ শ্রেণির মার্কশিটের কপি।
  • ডোমিসাইল সার্টিফিকেট।
  • আয়ের শংসাপত্র।
  • পাসপোর্ট সাইজ ছবি।
  • আধার কার্ড।

আরও পড়ুন: HS Exam 2024 Result Date: ৮ই মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! কোন সময় এবং কোন ওয়েবসাইটে জানতে পারবেন রেজাল্ট! জানুন বিস্তারিত

আবেদন পদ্ধতি:

  1. প্রথমে প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://scholarships.gov.in এ যেতে হবে।
  2. এরপরে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের হোম পেজটির উপরের দিকে New Registration এ ক্লিক করে Continue বাটনে ক্লিক করতে হবে।
  3. Continue বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে।
  4. এরপর সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করতে হবে।
  5. লগইন করার পর স্ক্রিনের স্কলারশিপ অপশনে ক্লিক করার পর ইশান উদয়ের লিঙ্কে ক্লিক করতে হবে।
  6. সেখানে একটি আবেদন ফর্ম খুলবে।
  7.  এরপর সেই আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত নথি স্ক্যান করে আপলোড করে সাবমিট এ ক্লিক করতে হবে।

আবেদনের সময়সীমা:

ইশান উদয় স্কলারশিপ স্কিমের আবেদন প্রক্রিয়া প্রতি বছর আগস্ট মাসে শুরু হয়। এই বছর ঈশান উদয় স্কলারশিপ ২০২৩-২৪ এর জন্য আবেদন করার শেষ তারিখ হল ৩১ ডিসেম্বর ২০২৪।

About Author