লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Ananya Reddy: বাড়িতে বসেই প্রস্তুতি নিয়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে তৃতীয় স্থান অর্জন করেন ২২ বছর বয়সী অনন্যা

Ananya Reddy: মাত্র ২২ বছর বয়সী অনন্যা রেড্ডি (Ananya Reddy) তেলেঙ্গানার মেহবুবপুরের বাসিন্দা। প্রথমবারেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সারাদেশে প্রথম তিনজনের মধ্যে একজন। প্রাথমিক পড়াশোনা ...

Published on:

Ananya Reddy: মাত্র ২২ বছর বয়সী অনন্যা রেড্ডি (Ananya Reddy) তেলেঙ্গানার মেহবুবপুরের বাসিন্দা। প্রথমবারেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সারাদেশে প্রথম তিনজনের মধ্যে একজন। প্রাথমিক পড়াশোনা তাঁর শুরু হয়েছিল মেহবুবনগরেই। পরে উচ্চশিক্ষার জন্য হায়দরাবাদে চলে যান তিনি। ভূগোল অনার্স নিয়ে ভর্তি হন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে মিরান্ডা হাউস কলেজে। স্নাতক পাশ করেন।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

শুধু নৃতত্ত্ববিদ্যার জন্য কয়েক মাস হায়দরাবাদে একটি কোচিংয়ে গিয়ে ভর্তি হন তিনি। তিনি স্বপ্ন দেখেছিলেন UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দীর্ঘদিন ধরে। স্নাতকের পড়াশোনা শেষ করে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য় প্রস্তুতি নিতে শুরু করেন।

Know About Ananya Reddy:

Ananya Reddy
Ananya Reddy

অনন্যার UPSC এর প্রেরণা বলতে, ঠাকুরদার কাছ থেকেই ইউপিএসসি পরীক্ষার সম্পর্কে জানতে পেরেছিলেন অনন্যা। ফলে তখন থেকেই তাঁর এই নিয়ে স্বপ্ন ছিল। প্রথম চেষ্টাতেই তৃতীয় স্থান অর্জন করেছেন। গোটা দেশে ইউপিএসসি পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন অনন্যা। সূত্রের খবর, তিনিই প্রথম দশজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ।

Ananya Reddy
Ananya Reddy

একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা বলেন, প্রথমদিকে দিনে ৬-৭ ঘন্টা পড়াশোনা করতেন তিনি। খুব স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করতেন। পরে পরীক্ষার সময় এগিয়ে এলে দিনে ১২-১৪ ঘন্টাও পড়াশোনা করেছেন তিনি। তবে একইসঙ্গে বলেন অন্ধভাবে টপারদের টিপস ফলো করলে হবে না। কারণ প্রত্যেকের পড়ার ধরন আলাদা। তাই নিজের সেরাটা দেওয়ার কথা বলেন তিনি।

আরও পড়ুন: Subrata Byapari: ভালবাসার উপর ভরসা রেখে হাত ধরেছিলেন বেকার ছেলের; স্ত্রীকে দেওয়া কথা রাখতে আজ সেই ছেলেই হয়ে উঠেছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ

About Author