লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

UPSC: মাত্র ২২ বছর বয়সে আইপিএস অফিসের হলেন কানপুরের হেড কনস্টেবল সঞ্জয় দুবের ছেলে

6UPSC: মাত্র ২২ বছর বয়সে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরো পরিবারকে অবাক করে দিলেন বিশাল দুবে। ২০২৩ সালে প্রথমবার UPSC পরীক্ষায় বসেন আর প্রথমবারেই বাজিমাত ...

Published on:

6UPSC: মাত্র ২২ বছর বয়সে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরো পরিবারকে অবাক করে দিলেন বিশাল দুবে। ২০২৩ সালে প্রথমবার UPSC পরীক্ষায় বসেন আর প্রথমবারেই বাজিমাত করে দিলেন। ২৯৬ র‍্যাঙ্ক নিয়ে পাশ করেন। তাই বাবা সঞ্জয় দুবে পুলিশের হেড কনস্টেবল পদে আসীন।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Know About UPSC 296 Rank Holder Vishal Dubey:

ফারুখাবাদের নিম করোরির বাসিন্দা সঞ্জয় দুবে, চলতি বছরের মার্চ মাসে ফিরোজাবাদ থেকে কানপুরে বদলি করা হয় সঞ্জয় দুবেকে। বাবা জানিয়েছেন চেকে ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়ে খুবই মেধাবী ছিলো। তাকে কোনোদিন কোনো কিছুর জন্যই জোর করতে হয়নি। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সময়েই একই সাথে তিনি সিলেক্ট হয়েছিলেন ব্যাঙ্গালোরের মিলিটারি স্কুল এবং নৈনিতালের সৈনিক স্কুলে।

এই দুই স্কুলের ফিসের অনেক পার্থক্য হওয়ায় নৈনিতালের সৈনিক স্কুলের ফিস ছিল মিলিটারি স্কুলের তুলনায় বেশি। তাই পরিবার চিন্তায় পরে যায় কোন স্কুলে ছেলেকে ভর্তি করবে সেই নিয়ে। তখন বিশাল নিজেই ব্যাঙ্গালোরের স্কুলে ভর্তি সিদ্ধান্ত নিয়েছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় বিশাল CLAT এবং একইসাথে NDA পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। এরপর তিনি আগ্রার সেম জন্স কলেজ থেকে স্নাতক পাস করেন।

তারপর বিশাল দিল্লি গিয়ে UPSC পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। কোনো কোচিং না নিয়েই নিজে পড়াশোনা করেই প্রথম চেষ্টাতেই ২৯৬ তম স্থান অর্জন করেছিলেন তিনি। ২০২৩ সালে NET JRF পাশ করায় গর্বিত গোটা পরিবার। বিশালের সাফল্যে পুরো পরিবার খুশি বিশেষ করে তার বাবা। ছেলে বাবার থেকে উচ্চপদে আসীন হয়েছেন তাতে বাবার আনন্দের কোনো ঠিকানাই নেই।

আরও পড়ুন: Ananya Reddy: বাড়িতে বসেই প্রস্তুতি নিয়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে তৃতীয় স্থান অর্জন করেন ২২ বছর বয়সী অনন্যা

About Author