লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Swami Vivekananda Scholarship: মাধ্যমিকের পর এই স্কলারশিপে মিলবে ৩৬,০০০ টাকা! জেনে নিন কীভাবে করবেন আবেদন!

Published on:

WhatsApp Group   Join Now

Swami Vivekananda Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালিত একটি বৃত্তি প্রকল্প। ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশের পরই এই স্কলারশিপের টাকার জন্য আবেদন করতে পারবে। সঠিকভাবে আবেদন করলে ও সঠিক নথি দিলে সময় মতো টাকা নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।

Know About Swami Vivekananda Scholarship: 

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ দেওয়া হয়ে থাকে রাজ্যের বিভিন্ন মেধাবী ছাত্র-ছাত্রীদের। যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বরের সাথে পাস করে থাকে তারা আবেদন করতে পারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীরা আবেদন করলেও এখনও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তবে কি তারা পাবে না টাকা? আর টাকা পেলে ও কবে পাবে?

যে সকল ছাত্র-ছাত্রীদের স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুধুমাত্র সাবমিট অবস্থায় আছে অর্থাৎ এখনো পর্যন্ত যে সকল আবেদন ভেরিফাই করা হয়নি বিদ্যালয় বা কলেজ থেকে, তাদের ক্ষেত্রে টাকা পেতে দেরি হবে। যেহেতু স্কুল গুলিতে ইতিমধ্যেই গরমের পড়ে গিয়েছে ছুটি , তার সঙ্গে চলছে লোকসভা নির্বাচনী প্রক্রিয়া।এছাড়াও যেসব ছাত্র-ছাত্রের আবেদন প্রক্রিয়া, স্কুল কলেজ থেকে ভেরিফাইড হয়ে গেলেও জেলা থাকে এখনো পর্যন্ত ভেরিফাই করা হয়নি, তাদের ক্ষেত্রেও কলারশিপ এর টাকা পেতে অনেকটাই দেরি হবে।

আরও পড়ুন: WB Govt Group D Recruitment: নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ! জানুন বেতন সহ আবেদন পদ্ধতি

চলতি ভোটের কারণে জেলা প্রশাসকদের ওপর অনেক অতিরিক্ত দায়িত্ব থাকে যার ফলে ভোট না মেটা পর্যন্ত ভেরিফাই করা হবে না স্কলারশিপের আবেদন পত্র।যেসব ছাত্র-ছাত্রীর আবেদন ভেরিফাইড হয়ে গিয়েছে এবং অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তাদের টাকা পেতে বেশি সময় লাগবে না। যেসকল ছাত্রছাত্রীদের আবেদনপত্র অ্যাপ্রুভ হয়ে গেছে ইতিমধ্যেই তারা স্কলারশিপের ফান্ড এলেই টাকা ঢুকে হবে সময় মতো নির্ধারিত অ্যাকাউন্টে।

আরও পড়ুন: Ananya Reddy: বাড়িতে বসেই প্রস্তুতি নিয়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে তৃতীয় স্থান অর্জন করেন ২২ বছর বয়সী অনন্যা

About Author