লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Lakshmir Bhandar 2024: ভোটের আবহেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের! টাকা পেতে অবশ্যই করতে এই হবে এই কাজ!

Published on:

WhatsApp Group   Join Now

Lakshmir Bhandar 2024: সমাজকল্যাণ বিভাগের অধীনস্থ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা লোকসভা নির্বাচনের মধ্যেই। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হলেও সেই সুবিধা উপভোগ করতে পারেনি অনেকেই।

লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar 2024) সুবিধা পান বর্তমানে প্রায় ২ কোটি মহিলা। কিছু বছর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই প্রকল্প শুরু করেছিলেন। মহিলা সম্প্রদায়ের উন্নয়নের জন্য মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৫০০ টাকা করে পেতেন ও সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন ১০০০ টাকা করে মাসিক।

Status Of Lakshmir Bhandar 2024:

তবে ভোট পূর্ব রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar 2024) টাকা বৃদ্ধির ঘোষণা করেন। সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন ১০০০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর মহিলারা পাবেন ১২০০ টাকা করে। এই নিয়ম লাগি হয়েছে চলতি এপ্রিল মাস থেকেই।

আরও পড়ুন: Swami Vivekananda Scholarship: মাধ্যমিকের পর এই স্কলারশিপে মিলবে ৩৬,০০০ টাকা! জেনে নিন কীভাবে করবেন আবেদন!

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনেক পুরোনো উপভোক্তার থেকেই জানা যাচ্ছে যে এপ্রিল মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন টাকা ঢোকেনি। সেই না ঢোকা টাকা মে মাসের টাকার সাথে একসাথে ঢুকবে কিনা সেই বিষয়ে প্রশ্ন রয়েছে অনেক উপভোক্তার।

২০২৪ সালের মে মাস এখনো শুরু হয়নি। কিন্তু ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট স্ট্যাটাসে “Payment Under Process” এই কথাটি প্রতিফলিত হয়ে গিয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে যে মে মাসের ভাতাটি সরকারের তরফ থেকে প্রসেস করে দেওয়া হয়েছে। মে মাস শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই সেই টাকাটি ঢুকে যাবে উপভোক্তার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট এ। এহেন অবস্থায় যারা এপ্রিলের টাকা এখনো পাননি তারা কী মে মাসে একবারে দু-মাসের টাকা পাবেন? এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: WB Govt Group D Recruitment: নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ! জানুন বেতন সহ আবেদন পদ্ধতি

About Author