লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

ICF New Job Recruitment 2024: ICF দপ্তরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

Updated on:

WhatsApp Group   Join Now

ICF New Job Recruitment 2024: বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।

ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এর মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের বিষয়ে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

ICF New Job Recruitment 2024

আরও পড়ুন:Sitaram Jindal Scholarship: এই স্কলারশিপে আবেদনেই মিলবে ৩৮,৪০০ টাকা; জেনে নিন কীভাবে করবেন আবেদন!

◆নিয়োগকারী পদের নাম: বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক পদে নিয়োগ করা হবে কর্মী।

শূন্যপদের সংখ্যা: মোট 1000 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

◆শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাস থাকলে যেকোনো পদে আবেদন নথিভুক্ত করতে পারবে। এছাড়াও বিভিন্ন পদে বিভিন্ন রকম যোগ্যতা ও অভিজ্ঞতা বিষয়ে উল্লেখ করা হয়েছে।

◆বয়সসীমা: এখানে চাকরিপ্রার্থীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। SC,ST প্রার্থীদের 5 বছরের ছাড় রয়েছে। OBC চাকরিপ্রার্থীদের 3 বছরের ছাড় উল্লেখ করা হয়েছে। PwD প্রার্থীদের 10 বছরের ছাড় উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রতিটি পদের ক্ষেত্রে বয়স আলাদা আলাদা রয়েছে।

ICF New Job Recruitment 2024

আরও পড়ুন:BSF SI & Constable Job 2024: নূন্যতম যোগ্যতায় সীমান্ত নিরাপত্তা বাহিনীতে কনস্টেবল ও SI নিয়োগ; জানুন আবেদন পদ্ধতি

◆বেতন: এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে বেতন আলাদা রকম উল্লেখ করা হয়েছে। বেতন বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

◆আবেদন পদ্ধতি: চাকরিপ্রার্থীদের এখানে শুধুমাত্র অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদনের জন্য ওয়েবসাইটে লিংক পেয়ে যাবেন। ঘটে বসে মোবাইল ফোন ব্যবহার করেই আবেদন জানানো যাবে।

◆আবেদনের সময়সীমা: আগামী 21/06/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা যেকোনো জেলা থেকে আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনে।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে সমস্ত তথ্য মনোযোগ সহকারে পড়ে বুঝে নিজের দায়িত্বে আবেদন করুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।