লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Contractual Teacher Job 2024: কোনোপ্রকার পরীক্ষা ছাড়াই রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন ৩০,৫০০! কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

Updated on:

WhatsApp Group   Join Now

Contractual Teacher Job 2024: Delhi Public School, Ntpc Farakka এর পক্ষ থেকে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষকতা পেশায় যুক্ত বা যারা যুক্ত হতে চান তাদের জন্য সূবর্ণ সুযোগ। ইচ্ছুক প্রার্থীরা আজকের প্রতিবেদনে জেনে নিন কিভাবে আবেদন করবেন! কি কি ডকুমেন্টস লাগবে? কত টাকা করে মাসিক বেতন রয়েছে এই সমস্ত পদে!

Contractual Teacher Job 2024

আরও পড়ুন:Sitaram Jindal Scholarship: এই স্কলারশিপে আবেদনেই মিলবে ৩৮,৪০০ টাকা; জেনে নিন কীভাবে করবেন আবেদন!

◆নিয়োগকারি পদের নাম: PGT:- Chemistry, PRT:- Hindi, Music, Art & Craft, Special Educator, Pre Primary Teachers এবং Aayah পদে।

◆শূন্যপদের সংখ্যা: উক্ত পদগুলিতে শূন্যপদের সংখ্যা সংক্রান্ত বিষয়ে জানতে অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।

◆শিক্ষাগত যোগ্যতা: PGT – পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর কমপক্ষে 60% নাম্বার সহ। এর পাশাপাশি B. Ed ডিগ্রি করা থাকতে হবে।

PRT – এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতক/ স্নাতকোত্তর সংশ্লিষ্ট বিষয়ে 60 শতাংশ নাম্বার সহ, পাশাপাশি B.ED ডিগ্রি করা থাকতে হবে।

Contractual Teacher Job 2024

Pre-Primary Teacher – পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতক/ স্নাতকোত্তর সংশ্লিষ্ট বিষয়ে 60 শতাংশ নাম্বার সহ, পাশাপাশি B.ED ডিগ্রি এবং NTT/Montessori Trained করা থাকতে হবে।

Aayah পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ। উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই এই পদে আবেদন করা যাবে।

◆বয়সসীমা: বয়স সংক্রান্ত বিষয়ে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট পড়ুন।

◆বেতন: PGT পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 30 হাজার 500 টাকা করে।

PRT পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 23 হাজার 500 টাকা করে।

Pre-Primary Teacher পদে কর্মরত চাকরি প্রার্থীদের এই পদে মাসিক বেতন দেওয়া হবে, 17 হাজার টাকা করে।

Aayah পদে বেতন রয়েছে মাসিক 4 হাজার টাকা করে।

Contractual Teacher Job 2024

আরও পড়ুন:ICF New Job Recruitment 2024: ICF দপ্তরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

◆আবেদন পদ্ধতি: উল্লেখিত এই সমস্ত পদে নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম প্রিন্ট করে সঠিক ভাবে ফিলাপ করতে হবে এরপর ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে ইন্টারভিউ এর জন্য। এছাড়াও আবেদনকারীকে স্কুলের তরফ থেকে দেওয়া Google Form লিংকে গিয়ে পেমেন্ট ও আবেদন অনলাইন সাবমিট করতে হবে।

ইন্টারভিউয়ের স্থান ও ঠিকানা: আবেদনের ভিত্তিতে শর্টলিস্ট তৈরি করে ওয়েবসাইটে প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে নাম ও ইন্টারভিউ এর স্থান।

◆আবেদনের সময়সীমা: আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 05/06/2024।

বিঃদ্রঃ আরও বিশদে জানতেঅফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ দেখুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।