লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Changes From 1st June: পয়লা জুন থেকেই বিভিন্ন ক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম; প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে!

Updated on:

WhatsApp Group   Join Now

Changes From 1st June: প্রত্যেক মাসের প্রথমেই আর্থিক নিয়ম সংক্রান্ত কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখাই যায়। জুন মাসেও তার কোনও ব্যতিক্রম হয়নি। জুন মাস পড়তে মাত্র আর দুদিন বাকি এর মধ্যে এমন কতগুলো নিয়ম পরিবর্তন হচ্ছে যেগুলো সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলতে পারে।

Changes From 1st June

এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন

তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথমেই এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে এবং সূত্রানুসারে সেই নিয়ম মেনে সংশোধিত দাম ১ জুন, ২০২৪ সকাল ৬ টা থেকে জারি করা হতে পারে বলে সূত্রের খবর। সাম্প্রতিক অতীতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে অনেক পরিবর্তন দেখা গেলেও, ১৪ কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এমন পরিস্থিতিতে নির্বাচন শেষ হওয়ার আগেই এবার গার্হস্থ্য সিলিন্ডারের দামে স্বস্তির আশা করছেন জনসাধারণ।

Changes From 1st June

আরও পড়ুন:Central Bank Of India Recruitment: কোনোপ্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সেন্ট্রাল ব্যাঙ্কে চাকরির সুযোগ! মিলবে ভালো বেতন! জানুন আবেদন পদ্ধতি

এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন

জুন মাসের দ্বিতীয় পরিবর্তন হলো SBI ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন। SBI কার্ড অনুসারে, ২০২৪ সালের জুন থেকে কিছু ক্রেডিট কার্ডের জন্য সরকার সম্পর্কিত লেনদেন পুরস্কার পয়েন্ট প্রযোজ্য হবে না। এর মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্কের AURUM, SBI কার্ড এলিট, SBI কার্ড এলিট অ্যাডভান্টেজ এবং SBI কার্ড পালস, SimplyCLICK SBI কার্ড, SimplyClick অ্যাডভান্টেজ SBI কার্ড এবং SBI কার্ড প্রাইম।

Changes From 1st June

◆ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নিয়ম

ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঝামেলা মিটতে চলেছে সাধারণ মানুষের। নয়া নিয়ম অনুযায়ী, আর ড্রাইভিং লাইসেন্স পেতে আরটিও অফিসে যেতে হবে না। এর পরিবর্তে কোনও ব্যক্তি ড্রাইভিং স্কুল থেকেই নিজের ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। এক্ষেত্রে ওই সব প্রতিষ্ঠানগুলোতেই গাড়ি চালককে পরীক্ষা দিতে হবে ও ফি জমা দিতে হবে। লার্নিং লাইসেন্সের জন্য ১৫০ টাকা এবং পরীক্ষার জন্য ৫০ টাকা দিতে হবে। পরে ফাইনাল পরীক্ষার জন্য দিতে হবে ৩০০টাকা। এই পরীক্ষায় কোনও গাড়ি চালক পাশ করতে না পারলে তাঁকে পুনরায় ৩০০ টাকা জমা করতে হবে।পরিবর্তনটি আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে সম্পর্কিত। আরেকটি জিনিস মাথায় রাখা প্রয়োজন যদি ১৮ বছরের কম বয়সী কোনও নাবালককে গাড়ি চালাতে দেখা যায় তবে তাকে ২৫,০০০ টাকা জরিমানা করা হবে না এবং ২৫ বছরের জন্য লাইসেন্সও দেওয়া হবে না।

Changes From 1st June

আরও পড়ুন:LIC Policy: স্বল্প প্রিমিয়াম দিয়ে মেয়াদপূর্তিতে মিলবে ৫০ লাখ টাকা! আজই বিনিয়োগ করুন এলআইসির এই স্কিমে

আধার কার্ড সম্পর্কিত নিয়ম

UIDAI- এর দেওয়া তথ্য অনুযায়ী, কোনও ব্যক্তি ১৪ জুন, ২০২৪ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করতে পারেন। আধারের ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই এটি করা সম্ভব। অফলাইন আপডেটের জন্য, আপডেট প্রতি ৫০ টাকা চার্জ করা হয়। তাই যে ব্যক্তিদের আধার কার্ডে সংশোধন প্রয়োজন, তাঁদের দ্রুত আধার কার্ড আপডেট করতে হবে। এমন পরিস্থিতিতে আধার কার্ডধারীদের বিনামূল্যে আপডেট করার জন্য আর মাত্র কয়েক দিন বাকি আছে। এর পরে, আপনি যদি এটি আপডেট করতে আধার কেন্দ্রে যান তবে আপনাকে প্রতি আপডেটের জন্য ৫০ টাকা চার্জ দিতে হবে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।