লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Central Bank Of India Recruitment: কোনোপ্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সেন্ট্রাল ব্যাঙ্কে চাকরির সুযোগ! মিলবে ভালো বেতন! জানুন আবেদন পদ্ধতি

Published on:

WhatsApp Group   Join Now

Central Bank Of India Recruitment: কথায় বলে পুরোনো চাল ভাতে বাড়ে৷ চাকুরির বাজার অন্তত তাই বলছে৷ কম বয়সের দক্ষ কর্মী থাকা সত্ত্বেও অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তিদের চাহিদা বাড়ছে চাকুরির বাজারে৷ ব্যাঙ্ক, এনার্জি ও পরিকাঠামো থেকে প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রেই দীর্ঘদিনের ম্যানেজারিয়াল অভিজ্ঞতা ও বিশেষ পারদর্শিতা রয়েছে এমন অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কাজে নিয়োগ করছে বিভিন্ন সংস্থা।

Central Bank Of India Recruitment

আরও পড়ুন:India Post Payment Bank Recruitment: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! এইভাবে করুন আবেদন

সম্প্রতি সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে জারি হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি চাকরি প্রার্থীদের কাছে নিয়ে এসেছে একটি সুখবর। কোন লিখিত পরীক্ষার ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে পাওয়া যাবে চাকরি। তবে শুধু অবসরপ্রাপ্তদের জন্যই এই চাকরি।সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে বয়সী সীমা ৬০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া বয়সসীমা সংক্রান্ত আরো একাধিক শর্তের কথা বলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে তিনটি পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমেই থাকছে Rural/Semi-Urban পদের জন্য প্রার্থী নিয়োগ, যার বেতন থাকছে ২৫,০০০টাকা, দ্বিতীয়ত থাকছে Urban পদে নিয়োগ যাদের বেতন ধার্য করা হয়েছে ৩৫,০০০ টাকা, এবং তৃতীয়ত থাকছে Metro পদে চাকরিপ্রার্থী নিয়োগ, যাদের বেতন থাকছে ৪৫,০০০ টাকা।

Central Bank Of India Recruitment

আরও পড়ুন:Contractual Teacher Job 2024: কোনোপ্রকার পরীক্ষা ছাড়াই রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন ৩০,৫০০! কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিছু নির্দিষ্ট করে বিজ্ঞপ্তিতে জানানো হয়নি তবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক উপদেষ্টা (Advisors) পদে চাকরিতে চাকরির করার জন্য জন্য শুধুমাত্র তারাই আবেদন জানাতে পারবেন যারা অতীতে অবসরপ্রাপ্ত অফিসার ছিলেন।

১৫.০৫.২০২৪ তারিখ থেকে আবেদনের কাজ শুরু হয়েছে এবং এই আবেদনের কাজ চলবে আগামী ৩১.০৫.২০২৪ তারিখ পর্যন্ত।সংশ্লিষ্ট পদে যারা আবেদন করবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে জুন মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।