লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

India Post Payment Bank Recruitment: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! এইভাবে করুন আবেদন

Updated on:

WhatsApp Group   Join Now

India Post Payment Bank Recruitment: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-এর তরফ থেকে ব্যাঙ্কের আইটি (ইনফরমেশন টেকনোলজি) বিভাগে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের মাপকাঠি সংক্রান্ত সমস্ত বিষয় উলেক্ষিত রয়েছে অফিসিয়াল নোটিসে। তবে মন্দার বাজারে শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)। আজকের প্রতিবেদনে এই নিয়োগের বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া ও আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিন।

◆নিয়োগকারী পদের নাম: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-এর তরফ থেকে ব্যাঙ্কের আইটি (ইনফরমেশন টেকনোলজি) বিভাগে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ –
১) এগজ়িকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালট্যান্ট)
২) এগজ়িকিউটিভ (কনসালট্যান্ট)
৩) এগজ়িকিউটিভ (সিনিয়র কনসালট্যান্ট)

India Post Payment Bank Recruitment

আরও পড়ুন:Contractual Teacher Job 2024: কোনোপ্রকার পরীক্ষা ছাড়াই রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন ৩০,৫০০! কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

◆শূন্যপদের সংখ্যা: বিজ্ঞপ্তি অনুযায়ী সবগুলো পদ মিলিয়ে মোট ৫৪ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

◆শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা লাগবে। এই সম্পর্কে বিস্তারিত বিবরণ জানার জন্য এর মূল অফিসিয়াল ওয়েবসাইট নজর রাখুন।

India Post Payment Bank Recruitment

◆বয়সসীমা: যেসব প্রার্থীরা এই চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স ২২ থেকে সর্বাধিক ৪৫ বছরের মধ্যে হতে হবে।

◆বেতন: সংশ্লিষ্ট পদে আবেদন করার পর যেসব প্রার্থীদের এগজ়িকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালট্যান্ট) পদে নিয়োগ করা হবে তাদের বার্ষিক বেতন হবে ১০,০০,০০০ টাকা এগজ়িকিউটিভ (কনসালট্যান্ট) পদে যাদের নিয়োগ করা হবে তাদের ১৫,০০,০০০ টাকা এবং এগজ়িকিউটিভ (সিনিয়র কনসালট্যান্ট) পদে নিযুক্ত প্রার্থীদের বার্ষিক বেতন হবে ২৫,০০,০০০ টাকা।

India Post Payment Bank Recruitment

আরও পড়ুন:BSF SI & Constable Job 2024: নূন্যতম যোগ্যতায় সীমান্ত নিরাপত্তা বাহিনীতে কনস্টেবল ও SI নিয়োগ; জানুন আবেদন পদ্ধতি

◆নিয়োগ স্থান: চাকরিতে মনোনীত করার পর প্রার্থীদের দিল্লি, মুম্বাই, চেন্নাই-এই সংস্থার বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে।

◆আবেদন ফি: এই চাকরির পগে আবেদন করতে হলে প্রার্থীদের ফি হিসেবে ৭৫০ টাকা প্রদান করতে হবে। আর যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদের আবেদন ফি হিসেবে ১৫০ টাকা দিতে হবে।

◆আবেদন পদ্ধতি: এই চাকরির পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এর মূল অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

◆আবেদনের সময়সীমা: এই চাকরির পদে আবেদনের শেষ তারিখ হল ২৪.০৫.২০২৪।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিজের দায়িত্বে আবেদন করুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।