লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

BSF SI & Constable Job 2024: নূন্যতম যোগ্যতায় সীমান্ত নিরাপত্তা বাহিনীতে কনস্টেবল ও SI নিয়োগ; জানুন আবেদন পদ্ধতি

Updated on:

WhatsApp Group   Join Now

BSF SI & Constable Job 2024: চাকরি সন্ধানীদের জন্য সুখবর। যারা এখনো বেকার নিজের যোগ্যতা মতো চাকরি পাননি তারা পেতে পারেন নিজের মনের মত চাকরি। একসাথে নিরাপত্তা বাহিনীতে, কনস্টেবল ও SI নিয়োগ করা হবে। নিয়োগ করা হচ্ছে Group – B & Group – C পদে সীমান্ত নিরাপত্তা বাহিনীতে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হবে নূন্যতম শিক্ষাগত যোগ্যতায়। আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন আজকের প্রতিবেদনে।

◆নিয়োগকারী পদের নাম: Constable (Group – C), SI (Group-B), Sub Inspector & Constable পদে নিয়োগ করা হবে কর্মী।

BSF SI & Constable Job 2024

আরও পড়ুন:Atal Pension Yojna: থাকতে হবে আধার কার্ড! কেন্দ্রীয় সরকারের এই পেনশন স্কিমে মিলবে ৫০০০ টাকা! জানুন আবেদন পদ্ধতি

◆শূন্যপদের সংখ্যা: গ্রুপ-B/C পদে মোট শূন্যপদ রয়েছে 37 টি।

◆আবেদনের মাপকাঠি:
সকল ভারতীয় তথা পশ্চিমবঙ্গের সকল যোগ্য ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।

কনস্টেবল পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদন এর যোগ্য।

SI (Group-B) পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তিন বছরের Diploma Degree করা থাকতে হবে Auto Mobile Engineering অথবা Mechanical Engineering এ, তাহলে আবেদন করতে পারবেন।

BSF SI & Constable Job 2024

আরও পড়ুন:Train Seat Occupy: ট্রেনে ব্যাগ রেখে বন্ধুদের জায়গা রাখার দিন শেষ! এইবার কড়া পদক্ষেপ রেলের

Sub Inspector & Constable পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি উচ্চতা থাকতে হবে পুরুষদের 165 cms এবং মহিলা প্রার্থীদের 157 cms। আর Chest থাকতে হবে পুরুষদের 75 Cms না ফুলিয়ে এবং ফুলিয়ে 80 Cms এবং মহিলা প্রার্থীদের এটির কোনো মানদণ্ড নেই। পুরুষ প্রার্থীদের 17 মিনিটে 3.2 কিমি Run Complete করতে হবে এবং মহিলা প্রার্থীদের 9 মিনিটে 1.6 কিমি।

◆বয়সসীমা: Constable (Group – C) পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে, কমপক্ষে 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে। এছাড়াও এই পদে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

SI (Group-B) পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে, সর্বোচ্চ 30 বছর বয়সের মধ্যে। এছাড়াও এই পদেও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন।

◆বেতন: কনস্টেবল (গ্রুপ-সি) পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে Level-3 অনুযায়ী সর্বনিম্ন 21 হাজার 700 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 69 হাজার 100 টাকা পর্যন্ত।

কর্মরত চাকরি প্রার্থীদের SI (Group-B) পদে মাসিক বেতন দেওয়া হবে Level-6 অনুযায়ী সর্বনিম্ন 35 হাজার 400 টাকা থেকে সর্বোচ্চ 1 লক্ষ 12 হাজার 400 টাকা পর্যন্ত।

BSF SI & Constable Job 2024

আরও পড়ুন:NCERT Job 2024: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি NCERT- এর; বেতন ৩৫ হাজার টাকা! জানুন আবেদন পদ্ধতি

◆আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য rectt.bsf.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের সময়সীমা: 17/06/2024 আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।