লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Train Seat Occupy: ট্রেনে ব্যাগ রেখে বন্ধুদের জায়গা রাখার দিন শেষ! এইবার কড়া পদক্ষেপ রেলের

Updated on:

WhatsApp Group   Join Now

Train Seat Occupy: নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ট্রেন যাতায়াতের ভিডিও। আর সেই ভিডিওকে ঘিরেই উত্তেজনা সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় এক তরুণী ও তার মায়ের সাথে বাকযুদ্ধ চলে সেই বগিতে থাকা এক মহিলার।

কারণ নিজের দলের সদস্যের জন্য ব্যাগ দিয়ে সিট রেখে অন্য যাত্রীদের বসতে না দেওয়া। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী ঘটনাটি ঘটে শান্তিপুর লোকালে। মহিলা নিজেই ভিডিওটি নেটদুনিয়া পোস্ট করেন এবং ঝামেলার বিষয়টি জানান। তারা হাবিবপুর থেকে শান্তিপুর লোকাল ধরেন। গন্তব্যস্থান ছিল শিয়ালদা। যেহেতু দীর্ঘ জার্নি সেই কারণেই ট্রেনের পিছনের মহিলা কামরায় উঠে মায়ের জন্য সিট খোঁজেন ওই মহিলা। কিন্তু বেশিরভাগ জায়গাতেই ব্যাগ দিয়ে সিট রাখতে দেখা যায়।

Train Seat Occupy

আরও পড়ুন:NCERT Job 2024: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি NCERT- এর; বেতন ৩৫ হাজার টাকা! জানুন আবেদন পদ্ধতি

পরবর্তীতে এক জায়গার ব্যাগ সরিয়ে তার মাকে বসালে পায়রাডাঙ্গা থেকে এক মহিলা উঠে তার মাকে সরিয়ে সেই জায়গায় জোর করে বসে পড়েন। আর তখনই জায়গা দখলে মহিলার সাথে বচসা বাঁধে জোর করে বসে পড়া মহিলার সাথে। তবে তখন সে ভিডিও করতে পারেনি। পরবর্তীতে তিনি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরেন।

প্রতিদিনই নিয়মিত-অনিয়মিত বহু যাত্রীদের রেল পরিবহনের মাধ্যমে যাতায়াত করতে দেখা যায়। হাওড়া থেকে শিয়ালদা প্রতি স্টেশনের দৃশ্য একইরকম। তবে নিয়মিত যাত্রীদের নিত্যদিন যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের অন্যান্য প্যাসেঞ্জাররাও বন্ধু হয়ে ওঠে। অনেকেই দল বেঁধে ট্রেনে যাতায়াত করেন। এক একটা বগি যেন তাদের বাড়ি হয়ে ওঠে। মাঝেমধ্যে দেখা যায় নিত্যযাত্রীরা অন্যান্য যাত্রীদেরও আসন ভাগাভাগি করে বসতে দেয়। কিন্তু অপরদিকে এর বিপরীত দৃশ্য ফুটে ওঠে ট্রেনে। সিট থাকা সত্বেও অনিয়মিত যাত্রীকে বসতে দেয় না নিত্যযাত্রীরা।

Train Seat Occupy

আরও পড়ুন:Indian Air Force: এইবার ইন্ডিয়ান এয়ার ফোর্সে মিলবে চাকরির সুযোগ! বেতনও ভালো, এইভাবে করুন আবেদন

সিট থাকলেও বসতে দেওয়া হয় না অনিয়মিত যাত্রীদের। এই অভিযোগ উঠতেই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ট্রেনে যাতায়াতের এই সমস্যা দীর্ঘদিনের। তবে এই ধরনের ব্যবহার কখনোই ঠিক নয়। এই অনৈতিক কাজগুলি আটকানোর জন্য মাঝেমধ্যেই তারা অভিযান চালায় বলে দাবি করছেন। আরপিএফ-এর দ্বারা তারা এই অভিযান চালায়। তবে এই ধরনের অভিযোগ উঠলে তারা আবারও সেই অভিযান শুরু করবে বলে জানিয়েছেন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।