লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

NCERT Job 2024: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি NCERT- এর; বেতন ৩৫ হাজার টাকা! জানুন আবেদন পদ্ধতি

Updated on:

WhatsApp Group   Join Now

NCERT Job 2024: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন কর্মী নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা ছাড়া শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই। ইচ্ছুক প্রার্থীরা আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন আজকের প্রতিবেদনে।

■নিয়োগকারী পদের নাম: নিয়োগ করা হচ্ছে Senior Research Associates পদে। এই পদে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের PAC Programmes এ।

■শূন্যপদের সংখ্যা: শূন্যপদের সংখ্যা সংক্রান্ত তথ্য সম্পর্কে জানতে অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।

NCERT Job 2024

আরও পড়ুন:Indian Air Force: এইবার ইন্ডিয়ান এয়ার ফোর্সে মিলবে চাকরির সুযোগ! বেতনও ভালো, এইভাবে করুন আবেদন

■শিক্ষাগত যোগ্যতা: Senior Research Associates পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, Master’s Degree করা থাকতে হবে Physics/Chemistry/Botany/Zoology/Life Science/Bio Technology কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে কমপক্ষে 55 শতাংশ নাম্বার সহ। এর পাশাপাশি NET কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন।

■বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে, সর্বোচ্চ 45 বছর বয়সের মধ্যে। 45 বছর বয়সের মধ্যে সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সের মধ্যে ছাড় থাকবে।

NCERT Job 2024

আরও পড়ুন:PM Surya Ghar Yojana: সরকারি চাকুরিজীবি হলেই বিদ্যুতের বিল থেকে রেহাই! বড় সুবিধা কেন্দ্রীয় সরকারের

■বেতন: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর তরফ থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, এই পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে বেতন থাকবে 35 হাজার টাকা করে।

■নিয়োগ প্রক্রিয়া: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগে থেকে আবেদন করতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত ঠিকানায় ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আবেদন ফর্মটি প্রিন্ট করে তা সঠিকভাবে ফিলাপ করুন, এরপর যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে তা সহ নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 24/05/2024 তারিখ(Mathematics) এবং 27/05/2024 তারিখ(Science)।

বিঃদ্রঃ আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভালো ভাবে প্রকাশিত নোটিশ দেখে আবেদন করুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।