লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

PM Surya Ghar Yojana: সরকারি চাকুরিজীবি হলেই বিদ্যুতের বিল থেকে রেহাই! বড় সুবিধা কেন্দ্রীয় সরকারের

Updated on:

WhatsApp Group   Join Now

PM Surya Ghar Yojana: চলতি বছরে মার্চ মাস থেকেই গরমের দাবদাহে নাজেহাল মানুষ। এহেন পরিস্থিতিতে এসি, ফ্যান বা কুলার ছাড়া থাকা এক কথায় অসম্ভব। তবে গরমকালে সারাদিন ফ্যান, এসি বা কুলার ও লাইট জ্বালানোর কারণে ইলেকট্রিক বিলও আসে অতিরিক্ত সেই বিদ্যুতের বিলও থেকে রক্ষা পাওয়া যাবে এবার। লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে ঘোষণা হয়েছিল প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার। সেখানে প্রকল্পের সূচনাও করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাসে ব্যবহার করা যাবে ৩০০ ইউনিট পর্যন্ত সৌরবিদ্যুৎ। যার জন্য গ্রাহককে খরচ করতে হবে না একটা টাকাও। ফলে সাশ্রয় হবে হাজার হাজার টাকা।

আর আসবে না বিদ্যুৎ বিল। সরকারি চাকরি না করলেই এবার সহজে মিলবে এই সুবিধা। ঘরে ঘরে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রকল্পে এবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেশের ১ কোটি পরিবারকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাঁদের বাড়ির ছাদে বসানো হবে সৌর প্যানেল। এই প্রকল্পে সৌর প্যানেল বসানোর খরচে ভর্তুকি দেওয়ার পাশাপাশি, অতিরিক্ত বিদ্যুৎ বিভিন্ন সংস্থাকে বিক্রিও করাতেও ছাড় দেবে কেন্দ্র।

PM Surya Ghar Yojana

আরও পড়ুন:GDS Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে চাকরির সুযোগ! বেতন প্রায় ২৯,০০০/-! জেনে নিন কীভাবে করবেন আবেদন!

আবেদনের শর্ত:
১. আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
২. পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি না করেন তবেই এই পরিষেবার সুবিধা মিলবে।
৩. বার্ষিক আয় দেড় লাখ টাকার কম হতে হবে।
৪. ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকতে হবে।

এই প্রকল্পের সুবিধা:

১) এই প্রকল্পের আওতায় সারা দেশে এক কোটি বাড়িতে সোলার প্যানেল বসাতে যাতে আর্থিক চাপ না পড়ে সেই কারণে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এ অত্যন্ত সহজ শর্তে এবং তুলনামূলক কম সুদে দেওয়া ব্যাঙ্ক ঋণে উল্লেখযোগ্য পরিমাণ টাকা ভর্তুকি হিসাবে দেওয়া হবে।

২) ৩ কিলোওয়াট প্লান্ট স্থাপন করার জন্য সর্বমোট খরচ হবে ১.৪৫ লক্ষ টাকা। কেন্দ্র সেখানে ৭৮ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য ব্যাংক থেকে লোন নিতে পারবে আবেদনকারীর।

PM Surya Ghar Yojana

আরও পড়ুন:Motivational Story: হারিয়েছেন লাখ টাকার চাকরি! তবুও জীবন যুদ্ধে হার না মেনে কালবৈশাখীর ঝড়কে উপেক্ষা করেও বাসন্তী পোলাও চিকেন কষা বিক্রি করছেন

৩) এই প্রকল্প করার জন্য সহজ শর্তে ব্যাঙ্ক থেকেও লোন পাবেন আগ্রহীরা। SBI, Central Bank Of India, Panjab National Bank, Canada Bank প্রধানমন্ত্রী সূর্য ঘর বিদ্যুৎ প্রকল্পের জন্য লোন দিচ্ছে।

৪) ৩ কিলোওয়াট ক্ষমতা পর্যন্ত আবাসিক RTS সিস্টেম ইনস্টল করার জন্য পরিবারগুলি কোনও জামানত ছাড়াই কম সুদে ঋণ পেতে পারে। এই সুদের হার ৭ শতাংশ। তবে রেপো রেট কমলে সুদের হারও কমবে।

৫) ১ কিলো ওয়াট সোলার সিস্টেমে ৩০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। এবং ২ কিলোওয়াট সিস্টেমে ৬০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে।

প্রয়োজনীয় তথ্য:

• আধার কার্ড
• ঠিকানার প্রমাণপত্র
• রেশন কার্ড
• বিদ্যুৎ বিল
• ইনকাম সার্টিফিকেট
• ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
• মোবাইল নম্বর
• পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

PM Surya Ghar Yojana

আরও পড়ুন:Additional General Manager:কোনো রকম পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করছে এই কোম্পানি! জেনে নিন আবেদন পদ্ধতি ও বেতন সহ বিস্তারিত তথ্য

আবেদনের পদ্ধতি:

১. প্রথমে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. এরপর হোম পেজে Apply for Rooftop Solar এর লিঙ্ক এ ক্লিক করতে হবে।

৩. সামনে নতুন পেজ খুললে সেখানে নিজের রাজ্যের নাম জেলার নাম নির্বাচন করতে হবে।

৪. এরপর বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী কোম্পানির নাম এবং গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে।

৫. এরপর Next বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন ফর্ম আসবে।

৬. ওই রেজিস্ট্রেশন ফর্মে থাকা সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সমস্ত নথি আপলোড করতে হবে।

৭. এরপর Submit অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।