লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

GDS Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে চাকরির সুযোগ! বেতন প্রায় ২৯,০০০/-! জেনে নিন কীভাবে করবেন আবেদন!

Published on:

WhatsApp Group   Join Now

GDS Recruitment: সম্প্রতি দেশে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। চাকরির অভাবে ঘুরে বেড়াচ্ছে দেশের অসংখ্য যুবক ও যুবতী। শিক্ষিত বেকার অর্থাৎ যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়া দিনেরপর দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারই মধ্যে ডাক বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন কর্মী নিয়োগের।

কি পদে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়ে জেনে নিন আজকের প্রতিবেদনে।

আরও পড়ুন:Motivational Story: হারিয়েছেন লাখ টাকার চাকরি! তবুও জীবন যুদ্ধে হার না মেনে কালবৈশাখীর ঝড়কে উপেক্ষা করেও বাসন্তী পোলাও চিকেন কষা বিক্রি করছেন

GDS Recruitment

■নিয়োগকারী পদের নাম: বিজ্ঞপ্তি অনুযায়ী ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে।

■শূন্যপদের সংখ্যা: বিজ্ঞপ্তিতে উক্ত পদের জন্য ভারতে মোট শূন্যপদের সংখ্যা ৪০,০০০ টি।

■শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে যেসব পদের উল্লেখ আছে, তার মধ্যে বেশিরভাগ পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। একইসঙ্গে কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

■বয়সসীমা: এইসব পদে আবেদনের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সে বিশেষ ছাড় আছে।

GDS Recruitment

আরও পড়ুন:NRS Medical College: শিশুর বিরল রোগে সাড়ে সতেরো কোটির ওষুধ! বিনামূল্যে দিল NRS মেডিকেল কলেজ!

■বেতন: প্রতিটি পদে নিয়োগের পর শুরুর মাসিক বেতন হবে ১২,০০০ টাকা থেকে ২৯,০০০ টাকা অবধি।

■নিয়োগ প্রক্রিয়া: এইসব পদের মধ্যে গ্রামীন ডাক সেবক পদে নিয়োগের আগে প্রার্থী বাছাইয়ের জন্য কোনো পরীক্ষা নেওয়া হবেনা। এক্ষেত্রে সরাসরি নথি যাচাইয়ের মাধ্যমে নিয়োগ করা হয়।

GDS Recruitment

■আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। প্রথমেই ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখসন রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সব তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপর সব নথি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর জমা দিতে হবে আবেদন ফি। এইসব পদের জন্য আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে শীঘ্রই শুরু হবে। তখনই এই গুরুত্বপূর্ণ তারিখগুলি জানা যাবে।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।