লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Indian Institute of Technology: কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ ইন্ডিয়ান ইনস্টিটিউটে! বেতনও ভালো; জেনে নিন আবেদন পদ্ধতি

Updated on:

WhatsApp Group   Join Now

Indian Institute of Technology Indian Institute of Technology এর পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেতন ও মিলবে ভালো এবং আরো বড় খবর হলো এই চাকরিতে আবেদন করলে কোনরকম লিখিত পরীক্ষা ও দিতে হবে না। আজকের প্রতিবেদনে জেনে নিন নিয়োগকারী পদের নাম, শূন্যপদের সংখ্যা , আবেদন পদ্ধতি ও এই নিয়োগের অন্যান্য বিষয় সম্পর্কে।

◆নিয়োগকারী পদের নাম: নিয়োগ করা হচ্ছে JRF (GATE) পদে।

Indian Institute of Technology

আরও পড়ুন:GDS Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে চাকরির সুযোগ! বেতন প্রায় ২৯,০০০/-! জেনে নিন কীভাবে করবেন আবেদন!

◆শূন্যপদের সংখ্যা: শূন্যপদে সম্পর্কিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

◆শিক্ষাগত যোগ্যতা: JRF ( GATE) পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে, Post Graduate Degree করা থাকতে হবে সাইন্স বিষয়ে। অথবা Graduate / Post Graduate Degree করা থাকতে হবে Prolessional Course এ।

◆বয়সসীমা: JRF (GATE) পদে আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে কোনরকম বয়সের ঊর্ধসীমা কিংবা নিম্নসীমা উল্লেখ করা হয়নি, তবে যোগ্য সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

Indian Institute of Technology

আরও পড়ুন:Food SI Exam: এখনই কোনো নিয়োগ নয়! FOOD SI নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

◆বেতন: এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে, 31 হাজার টাকা করে। এর পাশাপাশি HRA রয়েছে 4960 টাকা এবং Medical Require রয়েছে 1250 টাকা। মোট বেতন রয়েছে মাসিক 37 হাজার 210 টাকা করে।

◆আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য একটি CV তৈরি করতে হবে সাথে সমস্ত ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে ইন্টারভিউ এর জন্য 24/05/2025 তারিখে।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিজের দায়িত্বে আবেদন করুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।