লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Food SI Exam: এখনই কোনো নিয়োগ নয়! FOOD SI নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

Updated on:

WhatsApp Group   Join Now

Food SI Exam: Food SI পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে।উল্লেখ্য চলতি বছরের মার্চ মাসে আয়োজন করা হয়েছিল ফুড এসআই পরীক্ষার। গত ১৬ এবং ১৭ই মার্চের মোট তিনটি শিফটে হয়েছিল পরীক্ষা। পরীক্ষা দিতে গিয়ে বেশিরভাগ পরীক্ষার্থী দেখতে পেয়েছেন ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে প্রশ্নপত্র। অনেকেই বাড়ি থেকে জেনে এসেছেন উত্তর।

Food SI Exam

আরও পড়ুন:Additional General Manager:কোনো রকম পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করছে এই কোম্পানি! জেনে নিন আবেদন পদ্ধতি ও বেতন সহ বিস্তারিত তথ্য

পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত খাদ্য দপ্তরের সাব-ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ার এই দৃশ্য দেখে খুব স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছিল।মামলা দায়ের করার মূল ভিত্তি ছিল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। Food SI পরীক্ষা নিয়ে যে নিয়োগ প্রক্রিয়া আয়োজন করেছিল পাবলিক সার্ভিস কমিশন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি সিআইডির ওপর বাকি তদন্তভার তুলে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজাশেখর মান্থা জানিয়েছেন আগামী ২২শে মে এর মধ্যে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষ করে ফেলতে হবে সিআইডিকে।

Food SI Exam

আরও পড়ুন:GDS Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে চাকরির সুযোগ! বেতন প্রায় ২৯,০০০/-! জেনে নিন কীভাবে করবেন আবেদন!

মামলাকারীর আইনজীবী দাবি জানিয়েছেন পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টা আগেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র। মামলা কারীর আইনজীবী শামীম আহমেদ আরো বলেন কিছু কিছু পরীক্ষার্থী রীতিমতো প্রশ্নপত্র এবং সমস্ত উত্তর জেনেই তবে পরীক্ষা দিতে বসেছিলেন।

উত্তর জানার সঙ্গে সঙ্গে পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করেছেন মোবাইল নিয়েও। যা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন পরীক্ষার্থীরা। যতদিন না সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে ততদিন Food SI এর এই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হবেই বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমন কি পাবলিক সার্ভিস কমিশনের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্ট জানিয়েছে কোনওভাবে কোনওরকম কোর্সে নিয়োগ করতে পারবে না তারা।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।