লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Atal Pension Yojna: থাকতে হবে আধার কার্ড! কেন্দ্রীয় সরকারের এই পেনশন স্কিমে মিলবে ৫০০০ টাকা! জানুন আবেদন পদ্ধতি

Updated on:

WhatsApp Group   Join Now

Atal Pension Yojna: অবসর কালে দারুন পেনশনের স্কীম কেন্দ্রীয় সরকারের। শুধুমাত্র পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড থাকলেই আবেদন করতে পারে যাবে এই স্কিনের অধীনে। সাধারণত সরকারি কর্মীদের জন্য পেনশনের ব্যবস্থা থাকে। ‌ কিন্তু সমস্যা হয় বেসরকারি চাকরি কর্মী বা অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ক্ষেত্রে। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেসরকারি চাকরিদের কর্মীদের জন্য নিয়ে আসা হয়েছে দুর্দান্ত পেনশনের প্রকল্প, ‘Atal Pension Yojna ‘. এখানে সরকারের পক্ষ থেকে সকল উপভোক্তাদের প্রত্যেক মাসে দেওয়া হবে পেনশন।

■আবেদনের যোগ্যতা:

১. আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪২ বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন।

২. আর অবশ্যই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।

২. তাদের কাছে পরিচয় পত্র হিসাবে অবশ্যই আধার কার্ড থাকতে হবে।

Atal Pension Yojna

আরও পড়ুন:GDS Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে চাকরির সুযোগ! বেতন প্রায় ২৯,০০০/-! জেনে নিন কীভাবে করবেন আবেদন!

■স্কীমের সুবিধা:

• প্রথমেই নিজের ব্যাংক একাউন্ট কে অটল পেনশন যোজনা স্কিমের সাথে লিংক করতে হবে।

• এরপর আবেদনকারী কে ১৮ বছর বয়স থেকে ৬০ বছর বয়সের মধ্যে নিজে রোজকারের কিছু অংশ জমা করতে হবে

• সেই জমা করা টাকার উপর পেনশনের টাকা জমা করবে কেন্দ্রীয় সরকার।

Atal Pension Yojna

আরও পড়ুন:NCERT Job 2024: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি NCERT- এর; বেতন ৩৫ হাজার টাকা! জানুন আবেদন পদ্ধতি

• এরপর আমানতকারীর ৬০বছ র পূর্তির পর সরকারের তরফ থেকে দেওয়া হবে মাসিক পেনশন। যা ২০০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে হবে।

• যত টাকা বিনিয়োগ করা হবে তার উপর নির্ভর করবে পরবর্তী সময়ের পেনশন এর টাকা।

• পেনশন যোজনার সবথেকে বড় সুবিধা বীমা কারীর মৃত্যু হলে তার নিকট আত্মীয় এই পেনশন পেতে পারেন

• অর্থাৎ এই যোজনার মাধ্যমে যে কোন মানুষ কর্মক্ষম থাকাকালীন একটু একটু করে সঞ্চয় করে অবসরকালীন জীবনে আর্থিক নিরাপত্তা তৈরি করতে পারবে।

এই স্কীম সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিকটবর্তী ব্যাঙ্কে যোগাযোগ করুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।