লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

District Judge Court Recruitment: নূন্যতম যোগ্যতায় পশ্চিমবঙ্গের জেলা আদালতে গ্রুপ ডি ও ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

Updated on:

WhatsApp Group   Join Now

District Judge Court Recruitment: সম্প্রতি দেশে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। চাকরির অভাবে ঘুরে বেড়াচ্ছে দেশের অসংখ্য যুবক ও যুবতী। শিক্ষিত বেকার অর্থাৎ যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়া দিনেরপর দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারই মধ্যে রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি, ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মাত্র অষ্টম বা মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে পদগুলিতে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

■নিয়োগকারী পদের নাম: নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের Group – D, Lower Division Clerk, Upper Division Clerk, Seal Bailiff এবং Process Server পদে।

District Judge Court Recruitment

আরও পড়ুন:Jio Best Plan: জিও নিয়ে এল আকর্ষণীয় অফার! এইবার ২৩৪ টাকার রিচার্জে চলবে ৫৬ দিন; আনলিমিটেড কল সহ মিলবে ডেটা

■শূন্যপদের সংখ্যা: শূন্যপদের সংখ্যা সংক্রান্ত তথ্য সম্পর্কে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।

■শিক্ষাগত যোগ্যতা: Group-D এবং Process Server পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলেই আবেদন করতে পারবেন। আর Lower Division Clerk এবং Seal Bailiff পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলেও আবেদন করতে পারবেন। পাশাপাশি Lower Division Clerk এবং Seal Bailiff পদে আবেদন করার জন্য কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। Upper Division Clerk পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র গ্রাজুয়েট কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ। পাশাপাশি Upper Division Clerk পদে আবেদন করার জন্য কম্পিউটার সার্টিফিকেট ও টাইপিং স্পিড ভালো থাকতে হবে।

■বয়সসীমা: উক্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। বয়স থাকতে হবে 01/01/2024 তারিখের নিরিখে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা এই সমস্ত পদে সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন।

■বেতন: Upper Division Clerk পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া রয়েছে, Level – 9 অনুযায়ী 28 হাজার 900 টাকা থেকে 74 হাজার 500 টাকা পর্যন্ত। এখানে মোট 9 টি শূন্যপদ রয়েছে।

Lower Division Clerk এবং Seal Bailiff এই দুটি পদে কর্মরত চাকরি প্রার্থীদের জন্য মাসিক বেতন থাকবে, Level – 6 অনুযায়ী 22 হাজার 700 টাকা থেকে 58 হাজার 500 টাকা পর্যন্ত। এই দুটি পদে মোট 42 টি শূন্যপদ রয়েছে।

District Judge Court Recruitment

আরও পড়ুন:Jio Best Plan: জিও নিয়ে এল আকর্ষণীয় অফার! এইবার ২৩৪ টাকার রিচার্জে চলবে ৫৬ দিন; আনলিমিটেড কল সহ মিলবে ডেটা

Process Server পদে কর্মরত প্রার্থীদের মাসি বেতন রয়েছে, Level – 5 অনুযায়ী 21 হাজার টাকা থেকে 54 হাজার টাকা পর্যন্ত। এই পদে মোট 9 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

আর Group-D পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে, Level – 1 অনুযায়ী 17 হাজার টাকা থেকে 43 হাজার 600 টাকা পর্যন্ত। এই পদে মোট শূন্যপদ রয়েছে 39 টি।

■আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের উপরে উল্লেখিত পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য www.calcuttahighcourt.gov.in কিংবা bankura.dcourts.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।

■আবেদনের সময়সীমা: 24/06/2024 তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।