লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

CRPF Recruitment 2024: কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সিআরপিএফ-এ মিলবে চাকরির সুযোগ! বেতন ৫৫,০০০ টাকা; জানুন আবেদন পদ্ধতি

Updated on:

WhatsApp Group   Join Now

CRPF Recruitment 2024: প্রতি বছরই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা CRPF-এ চাকরি করার স্বপ্ন দেখেন লাখ লাখ যুবক যুবতী। তবে সুযোগ পায় মাত্র গুটিকয়েক। তবে আবারও নিয়োগ করা হবে CRPF কোনো লিখিত পরীক্ষা ছাড়াই। চাকরি সন্ধানীদের জন্য দারুন খবর। আবেদন পদ্ধতি, বেতন ইত্যাদি বিষয়ে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

◆ নিয়োগকারী পদের নাম: সিআরপিএফের তরফে যে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা অনুযায়ী, ফিজিওথেরাপিস্ট পদে নিয়োগ করা হবে।

CRPF Recruitment 2024

আরও পড়ুন:BSF SI & Constable Job 2024: নূন্যতম যোগ্যতায় সীমান্ত নিরাপত্তা বাহিনীতে কনস্টেবল ও SI নিয়োগ; জানুন আবেদন পদ্ধতি

◆ শূন্যপদের সংখ্যা: মোট ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

◆ শিক্ষাগত যোগ্যতা: ফিজিওথেরাপিস্ট পদে আবেদন করতে হলে আবেদনকারীর কাছে ফিজিওথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

◆ বয়সসীমা: যদি সিআরপিএফের ফিজিওথেরাপিস্ট পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।

CRPF Recruitment 2024

আরও পড়ুন:Train Seat Occupy: ট্রেনে ব্যাগ রেখে বন্ধুদের জায়গা রাখার দিন শেষ! এইবার কড়া পদক্ষেপ রেলের

◆ বেতন: এই পদে চাকরি হলে মাসিক বেতন হিসেবে এক ধাক্কায় ৫৫,০০০ টাকা অবধি পাওয়া যাবে।

◆ নিয়োগ প্রক্রিয়া: সিআরপিএফ-এর ফিজিওথেরাপিস্টের জন্য আবেদন করে ওয়াক-ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে বাছাই করা হবে।

◆ ইন্টারভিউয়ের ঠিকানা: Training Directorate, East Block No 10, Level 7, R.K. Puram, New Delhi, 110066 – এই ঠিকানায় যেতে হবে।

◆ আবেদন পদ্ধতি: আবেদনের জন্য crpf.gov.in -এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।