লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Punjab National Bank Recruitment: এইবার নূন্যতম যোগ্যতায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মিলবে চাকরির সুযোগ! দেখে নিন কীভাবে করবেন আবেদন

Updated on:

WhatsApp Group   Join Now

Punjab National Bank Recruitment: অনেকেই আর্থিক অবস্থার দরুন নিজেদের পড়াশোনা বেশিদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে না। এবং পরবর্তী সময় তাদের চিন্তা একটাই তাদের এই সামান্য পড়াশোনায় তারা বর্তমান বাজারে কি বা এমন চাকরি পাবে। সেই কারণে দীর্ঘদিন ধরে কাজ খুঁজে চলেছে ছেলে মেয়েরা। কিন্তু যোগ্যতা কম থাকার কারণে সম্ভব হচ্ছে না কিন্তু চাকরির বাজারে তাদের জন্যই নতুন সুযোগ নিয়ে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কোনো অভিজ্ঞতা কিংবা বিশেষ যোগ্যতা ছাড়াই কর্মী নিয়োগ করা হচ্ছে। সবথেকে বড় ব্যাপার হল এই কাজ করা যাবে ঘরে বসেই। অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম কাজের খোঁজ করছেন যাঁরা, তাদের জন্য দারুণ সুযোগ করে দিয়েছে এই ব্যাঙ্ক।

Punjab National Bank Recruitment

আরও পড়ুন:ICF New Job Recruitment 2024: ICF দপ্তরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

অবসর সময়ে ঘরে বসে কিছু কাজ করে যদি টাকা ইনকাম করা জয়, তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে না, এবং অনেকের ইচ্ছাও থাকে বাড়িতে বসেই ওয়ার্ক ফ্রম হোম করবে,এবার সেই ইচ্ছে পূরণ করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আবার অনেকে পড়াশোনা পাশাপাশি ঘরে বসে চাকরির সন্ধান করে তাদের জন্যও কিন্তু এটি একটি ভালো সুযোগ।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরিপ্রার্থীদের পদের নাম হবে ফাইন্যান্সিয়াল এডভাইজার। ফাইন্যান্স বা ইনস্যুরেন্স সম্পর্কে কাস্টমারদের বোঝানোই হবে তাদের মূল কাজ।এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর।পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফাইন্যান্সিয়াল এডভাইজার পদে কাজ করতে করতে ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য পরীক্ষায় পাশ। তবেই মিলবে কাজ।

Punjab National Bank Recruitment

বিজ্ঞপ্তি অনুসারে মাসিক বেতনের সঠিক কোন ব্যবস্থা না থাকলেও কাজের ভিত্তিতে ১০-২৫ হাজার টাকা পর্যন্ত মাসে আয় করা যাবে।

আবেদন প্রক্রিয়া ক্ষেত্রে প্রথমে Punjab National Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তারপর“Start your journey as an advisor today” অপশন ক্লিক করতে হবে। তারপর “Join Now” অপশনে ক্লিক করতে হবে। নিজের বৈধ মোবাইল নম্বর দিয়ে আবেদন শুরু করতে হবে।
তারপর প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভূল ভাবে পূরণ করুন।এরপর সাবমিট করতে হবে নিজের আবেদন পত্র।

Punjab National Bank Recruitment

আরও পড়ুন:Contractual Teacher Job 2024: কোনোপ্রকার পরীক্ষা ছাড়াই রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন ৩০,৫০০! কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

ফাইন্যান্সিয়াল এডভাইজার পদে যোগ প্রার্থীদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে। তবে প্রথমে ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপরেই সরাসরি কাজে যোগ দিতে হবে। দেওয়া হবে ট্রেনিং। ট্রেনিং শেষে হয়ে গেলে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কাজটি করা যাবে। আবেদন প্রক্রিয়া এখনো চলছে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।