লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

LIC Nivesh Plus Policy: LIC-এর এই স্কিমে বিনিয়োগে কয়েক মাসে টাকা হবে ডবল! জেনে নিন কীভাবে করবেন আবেদন!

Updated on:

WhatsApp Group   Join Now

LIC Nivesh Plus Policy: ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করছেন এখন প্রত্যেকটি মানুষই। আর এর মধ্যে যারা টাকা দ্রুত ডবল করতে চায় তাদের জন্য রয়েছে সুখবর।। জীবনযাত্রার নিগম নিয়ে এসছে নতুন পলিসি, যার নাম আইসি নিভেশ প্লাস পলিসি। এই পলিসিতে বিনিয়োগের জন্য কয়েক মাসে টাকা দ্বিগুণ হবে। শুধু তাই নয় তার সাথে থাকছে নিরাপত্তা ও জীবন রক্ষা। এলআইসির (লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া) এমন একটি প্লান নিয়ে এসেছে যেটি মাত্র ৫ বছরে গ্যারান্টি যুক্ত দ্বিগুণ রিটার্ন দেবে তার গ্রাহকদের।

LIC Nivesh Plus Policy Details:

● যদি ১ লক্ষ টাকা জমা দেওয়া হয় তাহলে মাত্র ৫ বছর পর ফেরত পাওয়া যাবে নাগদ লক্ষ টাকা। বর্তমানে এলআইসির এই প্ল্যান সম্পর্কে খুব কম লোকই জানেন। এই এলআইসি নিভেশ প্লাস স্কিমে সর্বনিম্ন ১০০০০০ টাকা প্রিমিয়াম দেওয়া হয়। প্রিমিয়াম (এলআইসি প্রিমিয়াম) একবারেই জমা দিতে হয়। পাঁচ বছর অর্থমূলধনের ডবল টাকা রিটার্ন পাওয়া যাবে।

● এই পলিসি করার ক্ষেত্রে কিছু নিয়ম-নীতি রয়েছে। এলআইসি নিবেশ প্লাস একটি একক প্রিমিয়াম প্ল্যানিয়ান এখানে একবারে সমস্ত টাকা বিনিয়োগ করতে যেতে পারে। কোনো ব্যক্তি যদি বিপদ নিতে প্রস্তুত থাকেন তবে মাত্র পাঁচ শতাংশের উপর এর ১৫ শতাংশ এনএভিটি দিয়ে তার দ্বিগুণ রিটার্ন দিতে হবে। যদি ঝুঁকির ভয় কম বিনিয়োগ করা হয় তাহলে কম পাওয়া যাবে।

● ডেথ বেনিফিট হিসেবে এই পলিসি ব্যাবহারকারীর যদি মৃত্যু ঘটে তাহলে তার দ্বারা মনোনীত সমস্ত টাকা পসা রিটার্ন পাবেন। তবে বিপদ শুরুর আগে মরদেহ হলে কেবলমাত্র তাহবিলের টাকাই প্রত্যাহার করা হবে সেইটিই এ ডিসকাউন্ট থেকে। বিপদ শুরু হওয়ার পর মৃত্যু হলে বিমার টাকা এবং তাহবিল, দুটিই পাওয়া যাবে।

আরও পড়ুন: Jeevan Labh Policy: নামমাত্র প্রিমিয়াম দিয়ে মেয়াদপূর্তিতে পান ৫০ লক্ষ টাকার সুবিধা; আজই বিনিয়োগ করুন এলআইসির এই স্কিমে

● আরেকটি বিশেষ সুবিধে রয়েছে এলআইসি নিভেশ প্লাস বিনিয়োগ করার আগে একটি ফ্রি লুক ইন পিরিয়ডের সুবিধা দেওয়া হয়। লুক ইন পিরিয়ড সক্রিয় গ্রাহকদের একটি নির্দিষ্ট টার্ম এর মধ্যে পলিসির সমস্ত সুবিধা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে এই জন্য কোন প্রিমিয়াম জমা দিতে হবে না। এটি সম্পূর্ণ ফ্রি। যদি সেই জিনিষের মধ্যে গ্রাহক সন্তুষ্ট হন তবে তিনি প্ল্যানে বিনিয়োগ শুরু করতে পারেন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।