লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Rose Valley ADC: রোজ ভ্যালির টাকা ফেরতের নির্দেশ হাইকোর্টের! কবে থেকে পাবেন টাকা! কীভাবেই বা করবেন আবেদন? জানুন বিস্তারিত

Updated on:

WhatsApp Group   Join Now

Rose Valley ADC: ২০১৩ সামনে এসেছিল সারদা চিট ফান্ড কেলেঙ্কারি। সেই মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়। আর এরপরেই উঠে আসে আরো এক বেআইনি অর্থলগ্নি সংস্থা ‘রোজভ্যালি’। রোজভ্যালির মতোন চিটফান্ডের পর্দাফাঁস হতেই মাথায় হাত পড়েছিল সকলের। এরপর আর্থিক দুর্নীতির অভিযোগে রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু গ্রেপ্তার হন। তবে বিনিয়োগকারীদের টাকা কি হবে! সেই টাকা কি ফেরত পাওয়া সম্ভব! এই নিয়ে নির্দেশ জারি করেছে হাইকোর্ট সম্প্রতি।

Rose Valley ADC

হাইকোর্টের নির্দেশ: কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের আগে ওয়েবসাইট চালু করে রোজভ্যালির টাকা ফেরানোর নির্দেশ দিয়েছিলেন। এবার সেই পথেই এগোনো হচ্ছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী উপযুক্ত তথ্যপ্রমাণ জমা করে টাকার ফেরত পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন আমানতকারীরা।

আরও পড়ুন:Data Entry Operator Assistant Technician Recruitment: এইবার উচ্চমাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি! বেতন ২০ হাজার; জানুন আবেদন পদ্ধতি

সারদা থেকে রোজ ভ্যালির মামলা গত কয়েক মাসে একের পর এক তদন্ত চালিয়েছে সিবিআই ও ইডি। আর রোজভ্যালি যেসব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল এবার সেগুলি বিক্রি করেই আমানত কারীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে। অবশ্য সব আমানতকারীকেই যে সব টাকা ফিরিয়ে দেওয়া হবে এমনটা নাও হতে পারে।

রিপোর্টে দাবি করা হয়েছে রোজভ্যালি যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় একশ কোটি টাকা। এছাড়া সংস্থার ৮০০ কোটি নগদ আছে ইডির কাছে। তবে আমানতকারীদের মোট আমানতের অংকটা ছিল প্রায় তিন হাজার কোটি।

Rose Valley ADC

রোজভ্যালির আমানতকারীর টাকা ফেরত পাওয়ার উপায়:

১. রোজ ভ্যালিতে জমা দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্য rosevalleyadc ওয়েবসাইটে আবেদন করতে হবে আমানতকারীকে।

২. এই ওয়েবসাইটে ক্লিক করার পর Continue তে Click করতে হবে।

৩. এরপর ইনভেস্টার্স ও আপলোড সার্টিফিকেট এই দুটো বিভাগে নিয়ে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।