লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Data Entry Operator Assistant Technician Recruitment: এইবার উচ্চমাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি! বেতন ২০ হাজার; জানুন আবেদন পদ্ধতি

Updated on:

WhatsApp Group   Join Now

Data Entry Operator Assistant Technician Recruitment: বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ মাত্র উচ্চমাধ্যমিক পাশে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator Assistant Technician Recruitment)। বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

Data Entry Operator Assistant Technician Recruitment

আরও পড়ুন:Central Bank Of India Recruitment: কোনোপ্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সেন্ট্রাল ব্যাঙ্কে চাকরির সুযোগ! মিলবে ভালো বেতন! জানুন আবেদন পদ্ধতি

◆নিয়োগকারী পদের নাম: নিয়োগ করা হচ্ছে Data Entry Operator, Technician – C ( Lab Technician) , Assistant ( Multipurpose) এবং Scientist – C পদে।

◆শূন্যপদের সংখ্যা: শূন্য পদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ুন।

◆শিক্ষাগত যোগ্যতা: ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ, তাহলে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার টাইপিং স্পিড ভালো থাকতে হবে ও M.S Office এর কাজ জানা থাকতে হবে। Technician-C পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে বিজ্ঞান বিভাগে এবং 2 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে Medical Laboratory এ। বাকি দুটি পদে পদ ভিত্তিক আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।

Data Entry Operator Assistant Technician Recruitment

◆বয়সসীমা: Data Entry Operator এবং Technician – C পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 30 বছর বয়সের মধ্যে। Assistant (Multipurpose) পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে, 35 বছর বয়সের মধ্যে। আর Scientist – C ( Medical / Non Medical) পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে।

◆বেতন: ডাটা এন্ট্রি অপারেটর ও টেকনিশিয়ান পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 20 হাজার টাকা করে। আর Assistant পদে কর্মরত প্রার্থীদের বেতন রয়েছে মাসিক 31 হাজার টাকা করে এবং Scientist-C পদে কর্মরত চাকরি প্রার্থীদের বেতন রয়েছে 67 হাজার টাকা করে।

Data Entry Operator Assistant Technician Recruitment

◆নিয়োগ প্রক্রিয়া: Data Entry Operator, Assistant, Technician-C এবং Scientist-C পদে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ছাড়াই। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এই পদে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ভার্চুয়াল মোডের মাধ্যমে।

◆আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে জিমেইল এর মাধ্যমে। এরজন্য প্রথমত আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম প্রিন্ট করে ডকুমেন্টস সহকারে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জিমেইলে পাঠাতে হবে।

আরও পড়ুন:LIC Policy 2024: আজই বিনিয়োগ করুন এলআইসির এই পলিসিতে! টাকা হবে ডবল! জেনে নিন কীভাবে বিনিয়োগ করবেন!

◆আবেদনের সময়সীমা: আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 16/06/2024।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।