লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

PPF: টাকা থাকবে সুরক্ষিত সঙ্গে মেয়াদপুর্তিতে মিলবে নিশ্চিত রিটার্ন! জেনে নিন এই পিপিএফ স্কিমের কয়েকটি বিশেষত্ব

Updated on:

WhatsApp Group   Join Now

PPF: সরকারের পক্ষ থেকে নতুন অনেক স্কিম চালু করা হচ্ছে যাতে সাধারণ মানুষ নিজের পরিশ্রমের টাকা বিনিয়োগ করতে পারেন এবং তার বিপরীতে টিমের মেয়াদ শেষে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। সরকারি স্কিম গুলি মানুষের কাছে ভরসাযোগ্য তাই এই স্কিন গুলিতে অনায়াসেই মানুষ টাকা বিনিয়োগ করতে পারেন এবং তার বিপরীতে ভালো টাকা সুদও পান।

নিরাপদে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ-এ বিনিয়োগের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এই স্কীমের আওতায় সুদের হারের সাথে সাথে আরো অনেক সুবিধা ও মিলবে। স্কীমের মেয়াদ শেষ্ট্রতা টাকা অবধি রিটার্ন ও পাওয়া যাবে।

PPF স্কীমের সুবিধাগুলো নিম্নরূপ:

এই একাউন্টের সাতটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব রয়েছে। যে কোন ব্যক্তি এখানে অর্থ বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। এটি কেন্দ্রীয় সরকার সমর্থিত প্রকল্প। তাই এখানে সুদের পরিমাণ সরকার নির্ধারণ করে। এখানের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকে। এর পাশাপাশি এই প্রকল্পে ট্যাক্সের সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন:Data Entry Operator Assistant Technician Recruitment: এইবার উচ্চমাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি! বেতন ২০ হাজার; জানুন আবেদন পদ্ধতি

এই প্রকল্পের(PPF) বিপরীতে ঋণের সুবিধাও পাওয়া যাবে। এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বিনিয়োগ EEE ক্যাটাগরিতে আসে। এই স্কিমে বিনিয়োগে কর ছাড় পাওয়া যাবে। এছাড়া এই প্রকল্পে ম্যাচুরিটির পর যে রিটার্ন আসে সেখানেও কোন কর দিতে হয় না। এ তবে ঋণ নিতে গেলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার এক বছর পর এই সুবিধা পাওয়া যায়।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।