লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে স্বামী স্ত্রীর যৌথ অ্যাকাউন্টে মিলবে মাসিক ৯ হাজার টাকা! জানুন কীভাবে?

Updated on:

WhatsApp Group   Join Now

Post Office Scheme: পোস্ট অফিস হলো অন্যতম জনপ্রিয় সরকারি সংস্থা। পোস্ট অফিসের বিভিন্ন জনপ্রিয় স্কীমে টাকা বিনিয়োগ করে থাকেন মানুষ যাতে মোটা টাকা সুদ পাওয়া যায় ও মেয়াদ শেষে এককালীন টাকা ও পাওয়া যায়। এরকমই একটি জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় স্কীম হলো মাসিক ইনকাম স্কিম। এটি এমন একটি প্রকল্প যেখানে আমানতকারীরা একটি নির্দিষ্ট সুদের হার প্রতি মাসে টাকা রিটার্ন পেয়ে থাকে। জাতীয় সঞ্চয় প্রকল্পগুলি বেশ নিরাপদ। কারণ এটি ভারত সরকার দ্বারা সমর্থিত।

এই স্কিমটি সম্পর্কে বিশদে জেনে নিন আজকের প্রতিবেদনে।

স্কিমটিতে(Post Office Scheme) টাকা বিনিয়োগের পরিমাণ: নুন্যতম ১০০০ টাকা দিয়ে যে কেউ এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া আছে। কোনো ব্যক্তি সিঙ্গেল অ্যাকাউন্ট খুললে ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্ট খুললে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। ৫ বছরের মেয়াদে এই স্কীমে বিনিয়োগ করা যাবে। তবে আমানতকারী চাইলে মেয়েদের সীমা বাড়াতে পারবে। বর্তমানে এমআইএস বা মাসিক ইনকাম স্কীমে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।

Post Office Scheme

আরও পড়ুন:Data Entry Operator Assistant Technician Recruitment: এইবার উচ্চমাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি! বেতন ২০ হাজার; জানুন আবেদন পদ্ধতি

স্কীমটিতে বিনিয়োগকারী মাসিক টাকা পাবেন: কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গে যৌথ ভাবে এখানে ১৫ লক্ষ টাকা জমা করলে, প্রতি বছর ৭.৪ শতাংশ সুদের হারে ১ লক্ষ ১১ হাজার টাকা রিটার্ন পাবে। এবার এই অর্থ যদি মাসে ভাগ করা হয়, তাহলে দাঁড়াও ৯২৫০ টাকা। এই স্কীমের মেয়াদ ৫ বছরের হলেও মেয়াদ পূর্ন হওয়ার আগেই আপনি টাকা তুলে নিতে পারবেন। সে ক্ষেত্রে বিনিয়োগ করার ১ থেকে ৩ বছরের মধ্যে টাকা তুলে ২ শতাংশ এবং ৩ বছরের পর টাকা তুলে ১ শতাংশ টাকা কেটে রিটার্ন করা হবে।

স্কীমে(Post Office Scheme) আবেদনের মাপকাঠি: যে কোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিসের এমআইএস স্কীমে বিনিয়োগ করতে পারবেন। প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে নাবালকরা আমানত করতে পারবেন। তবে অসুস্থ ব্যাক্তি কিংবা ১০ বছরের বেশি বয়সী নাবালকের ক্ষেত্রে অভিভাবকের প্রয়োজন হবে। এখানে সিঙ্গেল ভাবেও খাতা খোলা যায়, আবার যৌথ ভাবেও খাতা খোলা যায়।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।